#Alfirdaws_News
ইমারতে ইসলামিয়াহ তালেবান যোদ্ধারা গজনী প্রদেশের শালঘর জেলায় হামলা চালিয়েছেন।
ইমারাহ রিপোর্টে জানা যায়, তালেবান যোদ্ধারা জুমা রাতে শালঘর জেলায় সেনাঘাঁটিতে হালকা ও ভারী অস্ত্র শস্ত্র দিয়ে হামলা চালিয়েছেন। যে হামলা ১ ঘণ্টা অব্যাহত ছিল। ফলে দুশমনদের জান মালের বিপুল ক্ষয় ক্ষতি হওয়ার পাশাপাশি ৫ সেনা নিহত হয়েছে।
উল্লেখিত সেনাঘাঁটিটা তালেবান যোদ্ধারা কয়েকদিন যাবত কঠিন ভাবে অবরুদ্ধ করে রেখেছেন।