সমকামিতার ফাঁদে বাংলাদেশ ১ – দেখুন এনজিওগুলো কীভাবে বাংলাদেশে সমকামিতা ছড়িয়ে দিচ্ছে!
সমকামিতার ফাঁদে বাংলাদেশ ১
– দেখুন এনজিওগুলো কীভাবে বাংলাদেশে সমকামিতা ছড়িয়ে দিচ্ছে!
বাংলাদেশে সমকামিতার প্রচার ও প্রসারের কাজ শুরু হয় ৯০ এর দশকে। প্রাথমিকভাবে বিভিন্ন এনজিও, বিদেশী ব্যাবসায়ী ও দূতাবাসের চ্ছত্রছায়ায় গোপনে এদের কাজ শুরু হয়। এনজিওগুলো স্বাস্থ্যসেবা ও যৌন রোগ সম্পর্কিত সচেতনতা বৃদ্ধির নামে দেশে প্রত্যন্ত অঞ্চলে সমকামিতার বীজ বপন করা শুরু করে। বর্তমানে দেশী-বিদেশী প্রায় ২০ টি এনজিও বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে সমকামিতা ছডিয়ে দেয়ার জন্য কাজ করে যাচ্ছে। সমকামিতা প্রসারের কাজকে এরা আড়াল করে কখনো স্বাস্থ্যসেবা, কখনো আইনী সহায়তা, কখনো মানবাধিকার কিংবা কখনো বৈষম্য দূর করার নামে।এদের আছে বিপুল অর্থায়ন, এবং দেশী-বিদেশী সরকারের সহায়তা। বিশ্বব্যাংক, ICDDRB, লাইটহাউস, UNFPA, USAID সহ বিভিন্ন প্রতিষ্ঠান নানা কৌশলে দেশের কোণায় কোণায় সমকামিতা ছড়িয়ে দিচ্ছে।
Video
——
http://www.mediafire.com/file/mcjmmlfojeun9jv/05._Somokamitar_fad_bangladeshe.mp4/file
https://archive.org/download/Fil_hal/05.%20Somokamitar%20fad%20bangladeshe.mp4
Image
https://archive.org/download/Fil_hal/05.%20Somokamitar%20fad%20bangladeshe.png