শায়েখ আবু ইসলাম আদ-দারী রহিমাহুল্লাহ শামে হিজরত করার আগ পর্যন্ত ইরাক যুদ্ধের শুরু হতেই তানযিমুল কায়েদাতুল জিহাদের নেতৃত্বে কুফফার বাহিনীর বিরুদ্ধে দ্বীনের ঝাণ্ডাকে উড্ডীন করেছিলেন! জান-মাল বিলিয়ে জিহাদ করেছেন। অতঃপর শায়েখ শামে হিজরত করেন এবং এই মহান জিহাদী প্রবীণ নেতা এখানেও দ্বীনের বিজয়ের লক্ষ্যে জিহাদ পথে হাঁটতে থাকেন! শুরু করেন কুফফার বাহিনীর বিরুদ্ধে তীব্র লড়াই! একসময় শায়েখ সিরিয়ায় আল-কায়দার নবগঠিত শাখা তানযিম হুররাসুদ-দ্বীন এর সাথে যুক্ত হয়ে কাজ শুরু করেন। দীর্ঘ একটি সময় শায়েখ তানযিম হুররাসুদ-দ্বীন এর শরয়ী বোর্ডের একজন গুরুত্বপূর্ণ দায়িত্বশীল হিসাবেও কাজ করেন। অতঃপর এই মহান আলেমে দ্বীন অসুস্থ হয়ে পড়েন এবং গত 30/10/2018 ইং তথা, 21 সফর 1440 হিজরী সনে ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
Check Also
Close
- Ummah News || ওরা মসজিদ ভাঙ্গার এই সাহস কোথায় পায়?ফেব্রুয়ারি ১৬, ২০২১
![ধারাবাহিক দাওয়াহ সিরিজ [৩য় পর্ব] হে নবীর ওয়ারিসগণ! হে কুরআনের বাহকগণ! এই পতাকা কে বহন করবে?- শাইখ আইমান আয যাওয়াহিরী (হাফিজাহুল্লাহ)](https://i.imgur.com/tnVUo1f.jpg)



