নির্বাচিতব্রেকিং নিউজ
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি ইহুদী সেনাদের গুলিতে দুই ফিলিস্তিনি নিহত, আহত তিনশতাধিক!
১৭ আগস্ট শুক্রবারে বিক্ষোভ করে ফিলিস্তিনি মুক্তিকামীরা। ঐদিন, গাজার দক্ষিণাঞ্চলীয় রাফা এলাকার পূর্ব দিকে ইসরায়েলি সেনাদের গুলিতে সাদি আকরাম মুয়াম্মার (২৬) নামে এক ফিলিস্তিনি নিহত হন। এর আগে দূর থেকে নিশানা করে ইহুদীবাদী ইসরায়েলি সেনার করা গুলিতে মাথায় গুলিবিদ্ধ হয়ে নিহত হন করিম আবু ফাতায়ার (৩০) নামে আরেক ফিলিস্তিনি।
এছাড়া ইসরায়েলিদের ছোঁড়া গুলি ও টিয়ারগ্যাসে আক্রান্ত হয়ে এদিন আহত হয়েছে তিন শতাধিক ফিলিস্তিনি নাগরিক।