অডিও ও ভিডিওআরবইয়েমেনদাওয়াহ আর্কাইভবাংলা প্রকাশনামিডিয়াশাইখ আনোয়ার আল আওলাকী রহিমাহুল্লাহহযরত উলামা ও উমারায়ে কেরাম

কে মুমিন আর কে মুনাফিক? – শাইখ আনওয়ার আল আওলাকী রহিমাহুল্লাহ

https://archive.org/details/nifaq_naki_munafiq

https://archive.org/download/nifaq_naki_munafiq/nifaq%20naki%20munafiq.mp4

http://www.mediafire.com/file/7djsdtwfvkxdcz1/nifaq_naki_munafiq.mp4/file

http://download947.mediafire.com/tvppu1r3fc7g/7djsdtwfvkxdcz1/nifaq+naki+munafiq.mp4

কে মুমিন আর কে মুনাফিক?

– শাইখ আনওয়ার আল আওলাকী রহিমাহুল্লাহ

অন্তরের অসুখের ব্যাপারটা গোলমেলে। ধরা যায় না, ছোয়া যায় না, দেখা যায় না। তার উপর অসুস্থ সচরাচর অসুখের অস্তিত্ব স্বীকার করতে রাজি হয় না। জটিল, দুর্বোধ্য থেকে শুরু করে হাস্যকর – নানা রকমের অজুহাতের আড়ালে অসুখকে জায়েজ করতে চায়। নিজের কাছে এবং অন্যের কাছে। তাই এধরনের অসুখের অস্তিত্ব প্রমাণ বেশ কঠিন। সেই সাথে চিকিৎসাও। তবে এ এক নীরব মহামারী। আর সেই সাথে সরব ঘাতক।

 নীরব ঘাতক, কারণ আমাদের চারপাশে প্রতি এক হাজার জনে ১ জন পাওয়াও মুশকিল যে এ অসুখে ভুগছে না। বাইরে হাসিখুশি, সুথী চেহারা নিয়ে ঘুরে বেড়ানো আমাদেরকে ভেতরকে নিঃশেষ করে দিচ্ছে এই অসুখ। কেউ মুখ ফুটে কিছু বলছে না। সরব মহামারী, কারণ আমাদের চারপাশে ক্রমেই সশব্দে ভেঙ্গে পড়তে থাকা সমাজের অবনতির পেছনে সমাজের মানুষগুলোর এ ব্যধির ভূমিকা ব্যাপক।

অসুখ আর অসুস্থ মানুষদের নিয়ে, আমাদের নিয়ে আলোচনা। নিফাক ও মুনাফিক।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

six + eleven =

Back to top button