আফগানিস্তানে তালেবান মুজাহিদগণ কুফফারদের কবর রচনা করছেন।
শুধু গতকালেই তালেবান মুজজাহিদগণের হামলায় দেশটির বিভিন্ন প্রদেশে 164 মার্কীন ভাড়াটে আফগান মুর্তাদ সন্ত্রাসী সেনা নিহত হয়, আহত হয় আরো অনেক সন্ত্রাসী আফগান সেনা। মুজাহিদগণ বিজয় করেন অনেকগুলো এলাকা, লাভ করেন বিপুল পরিমাণ গণিমত।
এদিকে, আফগানিস্তানের হেলমান্দ প্রদেশের সাবেক নিরাপত্তা কমান্ডার, আব্দুর রহমান সারজাঙ্গ, ইমারতে ইসলামিয়ার মুজাহিদীনদের হাতে গ্রেপ্তার হয়েছে।