#Alfirdaws_News
#Palestine
গতকাল শেষ রাতে ফিলিস্তিনের গাজায় দখলদার ইসরাঈলী সন্ত্রাসী বাহিনীর বোমা হামলায় এক গর্ভবতী মহিলা তার দেড় বছরের কন্যা সন্তানসহ ইন্তেকাল করেছেন। এ নিউজের ব্যাপারে বিবিসি’ হলুদ মিডিয়ার কারসাজি!!
এ খবরকে তাগুত মিডিয়া বিবিসি নিউজ পরিবর্তন করে তার শিরোনাম দিয়েছে:
প্রথমে প্রকাশ করেছে,
Israeli air strikes ‘kill woman and toddler’
যার বাংলা অর্থ: ‘ইসরাঈলী বিমান হামলায় এক মহিলা এবং তার দেড় বছরের শিশু নিহত হয়।’
পরে পরিবর্তন করে প্রকাশ করা হয়েছে:
Gaza air strkes ‘kill woman and child’ after rockets hit israel.
অর্থ: ইসরায়েল রকেট সফল লক্ষ্যভেদ হওয়ার পর গাজায় বিমান হামলায় মহিলা এবং শিশু নিহত হয়।
***ইসরাঈলী সন্ত্রাসী বাহিনীর চাপের ফলে এ খবর নিয়ে গাজায় হৈ চৈ পড়ে যায়।
তাই সকল মুসলিমদেরকে এধরণের তাগুত ও ‘ইসরাঈলীদের মদদপুষ্ট হলুদ মিডিয়ার কারসাজি থেকে সতর্কতা অবলম্বন করার আহবান জানাচ্ছি।