আরব বিশ্বনির্বাচিতসংবাদ

সমালোচনায় কান না দিয়ে ইয়েমেনে নারী-শিশুকে হামলার লক্ষ্যবস্তু বানানোর হুমকি বিন সালমানের!

‘মিডলইস্টমনিটর’ নামক বার্তাসংস্থা ‘আল-খালেজ ’ অনলাইন সংবাদমাধ্যমের বরাত দিয়ে জানিয়েছে যে, সৌদি আরবের রাজমুকুটের উত্তরাধিকারী রাজপুত্র মুহাম্মদ বিন সালমান সৌদি নেতৃত্বাধীন আরব জোটকে সাথে নিয়ে আন্তর্জাতিক সমালোচনার পরও ইয়েমেনে নারী-শিশুদের উপর হামলা করার হুমকি দিয়েছে!

নাম প্রকাশে অনিচ্ছুক একটি তথ্যসূত্র জানিয়েছে, এই মাসের শুরুর দিকে হুদেইদাতে চালানো গণহত্যার ব্যাপারে বিন সালমান আরব জোটের সামরিক কমান্ডারের সাথে করা এক সভায় এই হুমকি দিয়েছে।

বিন সালমান তার অফিসারদের বলেছে যে, ‘আন্তর্জাতিক সমালোচনাতে কান দিবেন না। সচেতন ইয়েমেনী প্রজন্মের উপর আমরা একটি বিশাল প্রভাব ফেলতে চাই। আমরা চাই তাদের সন্তান, নারী এবং এমনকি পুরুষরা সৌদি আরবের নাম শুনেও প্রকম্পিত হবে।’

সৌদি আরবের নেতৃত্বাধীন আরবজোট ইয়েমেনে বিন সালমানের এই নীতিতেই চলছে। সাধারণ জনতার উপর নির্বিচারে বোমা বর্ষণ করে নারী-শিশুসহ হাজার হাজার মানুষকে হত্যা করেছে, লাখ লাখ মানুষকে বাস্তুচ্যুত করেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five − 4 =

Back to top button