আমিনকে বলতে দাওপ্রবন্ধ-নিবন্ধ

হাঙ্গেরিয়ানরা তাদের দুর্দিনে এখনো বলে থাকে যে, ‘মোহাচে এর চাইতেও বেশি ক্ষতি হয়েছিল’।

 

১৫২৬ সালের গ্রীষ্মে সংঘটিত হওয়া মোহাচের যুদ্ধে হাঙ্গেরিয়ান কিং লুইসকে পরাজিত করে ইউরোপিয়ান শাসনের ইতি টেনে দেয়া ছিল উসমানিদের বড় এক বিজয়। সুলাইমান ১ দ্যা ম্যাগনিফিসেন্ট এর সৈন্যরা হাঙ্গেরিয়ান বাহিনীর সৈন্যসারি ভেঙ্গে মোহাচের ভূমিতে ঢুকে পড়েছিল।

রণক্ষেত্র থেকে পালিয়ে যাবার সময় কিং লুইসকে তার ঘোড়া থেকে নদীতে ফেলে দেয়া হয় এবং তার শরীরের থাকা ভারী যুদ্ধবর্মের কারণে সে নদীতে ডুবে মারা যায়। প্রারম্ভিক যুদ্ধেই ১৪০০ এর বেশি হাঙ্গেরিয়ান সৈন্য মারা যায়, যার মধ্যে ১০০০ জনের মত ছিল তাদের প্রভাবশালী ব্যাক্তি এবং নেতাবর্গ।

ঐ পরাজয়ের কথা স্মরণ করে হাঙ্গেরিয়ানরা তাদের দুর্দিনে এখনো বলে থাকে যে, ‘মোহাচে এর চাইতেও বেশি ক্ষতি হয়েছিল’।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × 4 =

Check Also
Close
Back to top button