আমিনকে বলতে দাওপ্রবন্ধ-নিবন্ধ
ফিলিস্তিন নিয়ে আল ক্বুদসের ৫ম অধিবেশনে ইউসুফ আল কারযাবির একটি অবাক করা বক্তব্য
আলজেরিয়ায় ২০০৭ সালে আল ক্বুদসের ৫ম অধিবেশনে ইউসুফ আল ক্বারদায়ি বলেছেন,
‘আমরা ইসরাইলের সাথে কোনরূপ নিয়মের আওতাধীন হতে চাই না যতদিন না সঠিক আকাশ সীমা, স্থল বর্ডার এরিয়া নির্ধারণ ও আত্মরক্ষার বাহিনী প্রস্তুত করে ফিলিস্তিন নামের রাষ্ট্র প্রতিষ্ঠিত হচ্ছে। যখন এমন কোন ফিলিস্তিন রাষ্ট্র তৈরি হবে, তখন আমরা ইসরাইলের সাথে কোন নিয়মের মধ্যে আসার বিষয়টি বিবেচনা করে দেখবো’।
আল ক্বারদায়ির এমন বক্তব্য ইঙ্গিত করে যে ইসরাইল নামক রাষ্ট্রকে স্বীকৃতি দিতে তার কোন সমস্যা নেই, যদি ফিলিস্তিন নামক একটি পূর্ণাঙ্গ রাষ্ট্র গঠন করা হয় যদিও বা সে রাষ্ট্র বর্তমানে ফিলিস্তিনের অবশিষ্টাংশে তৈরি হোক না কেন!