আরব বিশ্বআল কায়েদা ভারতীয় উপমহাদেশ (AQIS)জামাআত কায়েদাতুল জিহাদতানজীমনির্বাচিতসংবাদ

রোহিঙ্গাদের ত্রাণ প্রদানকারী প্রতিষ্ঠানগুলোকে সরকারী ও বিদেশী এনজিও থেকে সতর্ক থাকার পরামর্শ দিল আল কায়েদা

সম্প্রতি আল কায়েদা উপমহাদেশ শাখার মুখপাত্র উস্তাদ উসামা মাহমুদ “আরাকান, কাশ্মির ও বিশ্বের অন্যান্য ভূখণ্ডের মাজলুমদের সাহায্য করার পথ ও পদ্ধতি” শীর্ষক একটি অডিও বার্তা দিয়েছেন। এই বার্তায় তিনি অসহায় রোহিঙ্গা মুসলমানদের সাহায্যে এগিয়ে আসার বিভিন্ন পয়েন্ট নিয়ে আলোচনা করেছেন। বার্তায় রোহিঙ্গাদের নিয়ে কাজ করছে বাংলাদেশের এমন এনজিওগুলোকে লক্ষ্য করে উস্তাদ উসামা মাহমুদ বলেন-

এখানে আমি এটাও উল্লেখ করবো যে, আন্তর্জাতিক সংস্থাগুলোও এই মুহাজিরদের সাহায্য করবে। এই সংস্থাগুলো ও শাসকবর্গ আপনাদের সাহায্য কর্মকেও নিজেদের নিয়ন্ত্রণে নিতে চাইবে, কিন্তু বাস্তবতা হল এই যে তাদের এই সাহায্য যতটুকু না সাহায্য, তাঁর চাইতে বরং বিষ হচ্ছে বেশি। এই জন্য এটাও দ্বীনদারদের জিম্মাদারি যে, তাঁরা এই অসহায় লোকগুলোর জীবনের পাশাপাশি দ্বীন বাঁচানোরও চেষ্টা করবেন। দ্বীনের ক্ষতি তো স্পষ্ট। আখেরাতের বরবাদি সবচে’ বড় ক্ষতি এবং দ্বীন তখনই বাঁচবে, যখন দ্বীনদার শ্রেণী সাহায্য একত্রিত করা এবং তা হকদারের কাছে পৌঁছে দেওয়া পর্যন্ত শাসকবর্গ ও আন্তর্জাতিক সংস্থাগুলোর অনুপ্রবেশ থেকে নিজেদের যথাসম্ভব নিরাপদ রাখবেন।

উল্লেখ্য বিদেশী এনজিও গুলো নিয়ে বাংলাদেশের উলামায়ে কেরাম পূর্ব থেকেই অভিযোগ করে আসছেন। তাঁরা বিদেশী এনজিওগুলো রোহিঙ্গাদের ঈমান- আকিদা বিধ্বংসী কাজের ব্যাপারে মুসলমানদের সতর্ক করে আসছেন। এবার খোদ আল কায়েদার মত সংগঠন থেকেও পরামর্শ আসলো।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seventeen − ten =

Back to top button