সম্প্রতি আল কায়েদা উপমহাদেশ শাখার মুখপাত্র উস্তাদ উসামা মাহমুদ “আরাকান, কাশ্মির ও বিশ্বের অন্যান্য ভূখণ্ডের মাজলুমদের সাহায্য করার পথ ও পদ্ধতি” শীর্ষক একটি অডিও বার্তা দিয়েছেন। এই বার্তায় তিনি অসহায় রোহিঙ্গা মুসলমানদের সাহায্যে এগিয়ে আসায় বাংলাদেশ ও কাশ্মীরের মুসলমানদের প্রতি খুশি প্রকাশ করেছেন। বার্তায় উস্তাদ উসামা মাহমুদ বলেন-
বাংলাদেশের জনগণ তাঁদের ভাইদের যে মদদ ও সাহায্য করেছেন, আল্লাহ তাঁদেরকে এর উত্তম প্রতিদান দিন। আল্লাহ তাঁদের রিজিকের মধ্যে বরকত দিন এবং তাঁদের আরও সহযোগিতা করার তাওফিক দান করুন। কাশ্মীরের জনগণ নিজেরা বিপদ্গ্রস্থ হওয়া সত্ত্বেও তাঁরা রোহিঙ্গা মুসলমানদের পক্ষে আওয়াজ তুলেছেন। আরও একবার প্রমাণ করলেন যে, তাঁরা হচ্ছেন জিন্দা ও মুজাহিদ জাতি। উপমহাদেশে যারা যারা এই কল্যাণের কাজে অংশ নিয়েছেন, আল্লাহ তাআলা তাঁদের উত্তম প্রতিদান দিন।
উক্ত বার্তায় তিনি জাতিসংঘের দিকে ইশারা করে তাকে সকল অপরাধীদের নিরাপত্তা প্রদানকারী হিসেবে আখ্যায়িত করেছেন।