খোরাসাননির্বাচিতসংবাদ

আফগানিস্তানের বিভিন্ন প্রদেশে মুজাহিদগণের হামলা চলছে।গত দুই দিনে আহত-নিহত অর্ধশত।

আফগানিস্তানের হেরাত প্রদেশের শিন্দান্দ জেলার জিরকুহ এলাকায় সোমবার রাতে হামলা করার জন্য ক্রসেডারদের মদদপ্রাপ্ত বিশেষ শত্রুবাহিনী বিমানে মাধ্যমে সেখানে পৌঁছালে তৎক্ষণাৎ মুজাহিদগণের আক্রমণের শিকার হয়। এতে, এক বিদেশী শত্রু এবং ২ পুতুলসেনা মারাত্মকভাবে আহত হওয়ার পাশাপাশি ৪ আমেরিকান ক্রসেডার এবং স্পেশাল বাহিনীর ৫ শত্রুসেনা নিহত হয় এবং বাকিরা পলায়ন করতে বাধ্য হয়। জানা গেছে, এই অপারেশনে ৫ জন মুজাহিদ আহত এবং আরো ৩জন শাহাদাত লাভ করেছেন(আল্লাহ তাদের কবুল করুন)। ঐ প্রদেশের শিন্দান্দ জেলার চুশমে এলাকায় গত পরশু রাতে মুজাহিদগণের সাথে গুলিবিনিময়ে কমপক্ষে ৫ পুতুলসেনা নিহত এবং আরো ৩সেনা মারাত্মক আহত হয়েছে।
এদিকে দেশটির জাবুল প্রদেশের নাও বাহার জেলার সীমানায় শত্রুদের হয়ে কাজ করা হামদুল্লাহ নামের একজন বন্দুকধারী তার ভুল বুজতে পেতে অনুতপ্ত হয়েছে এবং শত্রু শিবির ত্যাগ করেছে। তিনি ১টি পিকেএম মেশিনগান, ১টি আরপিজি লাঞ্চার, ৩টি রাইফেল, ১৫ আরপিজি রাউন্ড এবং অন্যান্য সামগ্রী মুজাহিদগণের নিকট তুলে দিয়েছেন।
হেলমান্দ প্রদেশে গত পরশু এবং গতকাল মুজাহিদগণের করা পৃথক পৃথক কয়েকটি হামলায় নিহত শত্রুসেনা সংখ্যা প্রায় ২০ জন এবং আহত হয় আরো কয়েকসেনা। গতকাল স্থানীয় সময় সকাল ১০টার দিকে, হেলমান্দ প্রদেশের নাদ আলী জেলার স্পিন মামুরিয়াত এলাকায় মুজাহিদগণের অতর্কিত হামলায় একটি ভাড়াটে পুলিশ রেঞ্জার ধ্বংস হয়। এতে ঘটনাস্থলে নিহত হয় ২জন পুলিশ। ঐ সময়ই, কথিত ঐ জেলার বিভিন্ন এলাকায় স্নাইপারের গুলিতে গুলিবিদ্ধ হয় ৫ পুতুলসেনা এবং তাদের মধ্যে ঘটনাস্থলেই মারা যায় ৩জন আর অন্য ২জন আহত হয়। একইভাবে, গত পরশু বিকালবেলায় ঐ জেলার দুরাহি গ্রামে গুলিবিদ্ধ হয়ে এক ভাড়া্টে আরোহী নিহত এবং অন্য আরেকজন আহত হয়। গত পরশু মধ্যাহ্নে একই জেলার কারী পুসতি এলাকায় হামলা করার জন্য শত্রুরা সেখানে পৌঁছালে মুজাহিদগণের হামলায় কমপক্ষে ৬ পুতুলসেনা জাহান্নামে। ঐ সময়ই আরেক জায়গায় মুজাহিদগণের হামলায় একটি শত্রু এপিসি ধ্বংস হয়ে ৩ পুতুলসেনা নিহত হয়। একই প্রদেশের গেরিশক জেলার নাহর সিরাজ অঞ্চলের কামাপারাক এলাকায় গত পরশু স্থানীয় সময় বিকাল সাড়ে চারটার সময় গুলিবিদ্ধ হয়ে ১ পুতুলসেনা নিহত হওয়ার পাশাপাশি আরেকজন আহত হয়।পরে, একই জেলার মোহাযারু এলাকায় গুলিবিদ্ধ আরো ২ পুতুলসেনার মধ্যে ১ জন নিহত এবং আরেকজন আহত হয়।ঐ প্রদেশ থেকে আরো খবর এসেছে যে, রাজধানী লশকরগাহের পিডি৪-এ গত পরশু রাতে মুজাহিদগণ শত্রুদের পোস্টে ঝটিকা হামলা করে তাদের ২পুলিশ সদস্যকে নিহত করেছেন।
অন্যদিকে কান্দাহারের নাইশ জেলার ঘনগি এলাকায় একজন পুলিশ মুজাহিদগণের সাথে যোগ দেওয়ার পূর্বে তার সহযোগীকে গুলি করে হত্যা করেছেন। আরেকটি রিপোর্ট থেকে জানা যায়, মুজাহিদগণের গত পরশু রাতের একটি হামলার প্রতিশোধ হিসেবে শত্রুরা একটি রাত্রকালীন হামলায় ১০ জন গ্রামবাসী অপহরণ করে নিয়ে গেছে এবং ৩টি মোটরবাইক ধ্বংস করেছে। ঘটনাটি ঘটে মাইওয়ান্দ জেলার কালানচেকি এলাকায়। এদিকে গতকাল সকালবেলা, একই প্রদেশের খাকরেজ জেলার আশপাশে অবস্থান করা ইসলামী ইমারতের মুজাহিদগণের কাছে ২ এএনপি বন্দুকধারী আত্মসমর্পণ করে এবং তাদের দুটি রাইফেলও মুজাহিদগণের কাছে হস্তান্তর করে।
ফারিয়াব প্রদেশের চিলগাজী কেন্দ্রীয় জেলার নিকটে একটি শত্রু সামরিক ঘাঁটিতে গত পরশু স্থানীয় সময় বিকাল চারটার দিকে মুজাহিদগণ হামলা করেন। এই হামলায় ২ পুতুলসেনা মারাত্মকভাবে আহত হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × 5 =

Back to top button