উপমহাদেশসংবাদ

ভারতের যাদবপুরে ‘কোন মুসলিমকে ঘর ভাড়া দিই না!’-বলে হিন্দুদের জবাব!

ভারতের যাদবপুরে মুসলিমদেরকে ঘর ভাড়া দিতে নারাজ স্থানীয় চরমপন্থী হিন্দুরা! সম্প্রতি এই ধরণের একটি ঘটনার শিকার হলো এক মুসলিম ছাত্রী। ভারতীয় সংবাদমাধ্যম ‘আনন্দবাজার’ পত্রিকার বরাতে জানা যায়, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর সেখানে ‘পেয়িং গেস্ট’ হিসেবে থাকতে চেয়েছিলেন নিশাত রিমা লস্কর। কিন্তু, সেখানকার কোন বাড়িতে উঠতে চাইলে তারা প্রথমে নাম জানতে চায় তার কাছে। পরে, জিজ্ঞাসা করে, ‘মুসলিম? কোন মুসলিমকে ঘর ভাড়া দেই না!’ এরকম অপমানজনক ‍উত্তর দেয় নিশাতকে। তার বাবা ইকতিয়ার সে অঞ্চলে কয়েকটি বাড়ির সন্ধান পেলেও শেষ পর্যন্ত সেগুলোতেও ঠাঁই মিলেনি তার। কেননা, তাদের সকলের বক্তব্যই হলো- কোন মুসলিমকে বাড়িতে রাখতে পারবে না!

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

14 − 6 =

Check Also
Close
Back to top button