

আল-খন্দক অপারেশনের ধারাবাহিকতায় যোদ্ধারা যখন গোর প্রদেশের সাগের জেলায় হামলা চালাচ্ছেন। অন্যদিকে তখন দৌলতিয়ার জেলায় আফগান সেনা কমান্ডার ৫০ সৈন্যসহ মুজাহিদদের কাছে আত্নসমর্পণ করেছেন।
রিপোর্টে জানা যায়, সোমবার রাত আনুমানিক ৯টা বাজে সাগের জেলায়, জেলা কেন্দ্র এবং প্রতিরক্ষা চেকপয়েন্টে হামলা চালিয়েছেন তালেবান মুজাহিদগণ, যা এই রিপোর্ট লিখা পর্যন্ত অব্যাহত ছিলো। সংবাদে জানা যায়, এখন পর্যন্ত ২টি চেকপোস্ট দখল হওয়ার পাশাপাশি নিহত হয়েছে ৩ শত্রুসেনা।
অন্যদিকে জেলা দৌলতিয়ার থেকে সংবাদ আসে, রবিবার আনুমানিক দুপুর ১২টা বাজে সিমক এলাকায় কমান্ডার মুহাম্মদ নাসিম ৫০ সৈন্যসহ নিজেদের কর্মের উপর অনুতপ্ত হয়ে মুজাহিদদের নিকট আত্নসমর্পণ করেছেন।
উল্লেখ্য, আত্নসমর্পণকারীরা বিভিন্ন রকমের বিপুল পরিমাণ সামরিক সরঞ্জাম মুজাহিদদের নিকট অর্পণ করেছেন।


