নির্বাচিতপশ্চিমা বিশ্বসংবাদ
ইতালিতে মসজিদ প্রতিষ্ঠায় অনুমোদন না দেওয়ার অঙ্গীকার!
ইতালিতে আর কোন নতুন মসজিদে প্রতিষ্ঠার অনুমতি দিবে না বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মেটো সালফেনি। সালফেনি এক টুইটারে জানায়, এখন থেকে কিছুতেই ইতালিতে নতুন কোন মসজিদ প্রতিষ্ঠা হবে না। আর পৌরসভার পক্ষ থেকে মসজিদের জন্য জমিন দেয়া এক ধরণের পাগলামি হবে। এভাবেই, মুসলিম জনগোষ্ঠীর উপর সারাবিশ্বের প্রতিটা অঞ্চলে নির্মম নির্যাতন চালানো হচ্ছে!
উল্লেখ্য, ইতালিতে মুসলমানদের জন্য ৭০০ টি ইবাদতের জায়গা থাকলেও মসজিদ রয়েছে মাত্র ছয়টি। ফলে মুসলিমরা সাময়িক স্থানে নামাজ আদায় করতে বাধ্য হন। এছাড়া দুই মাস আগে ইতালির নতুন সরকার দেশটির সকল ইমাম ও খতিবদের নাম রেজিস্ট্রেশন শুরু করে।সরকারি হিসাব মতে, দেশটির ষাট মিলিয়ন নাগরিকের মধ্যে মুসলিম জনসংখ্যা ১৬ লাখ।