দখলদার বর্বর ইসরাঈলী বাহিনীর অবরোধের কবলে পড়ে গাজায় মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। ক্যানসার রোগে আক্রান্ত ৮২৬০জন রোগীকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া যাচ্ছে না, যার কারণে তাদের জীবন হুমকির মুখে পড়েছে বলে গতকাল জানিয়েছে ফিলিস্তিনের স্বাস্থ্যমন্ত্রী । মন্ত্রীর মুখপাত্র জানিয়েছে, ৮০ পার্সেন্ট ঔষধের কার্যক্ষমতা নষ্ট হয়ে গেছে। গাজা শহরের আল-রানতিসি হাসপাতালেই ৬১০০ ক্যানসার আক্রান্ত রোগী রয়েছে, যার মধ্যে ৪৬০ শিশুও বিদ্যমান। অন্য আরেকটি হাসপাতালে আরো ১৭০০জন ক্যানসার আক্রান্ত রোগী চিকিৎসা নিচ্ছেন বলেও জানানো হয়েছে। কিন্তু, আজ মানবিকতার দাবিদারদের কাউকেই সাহায্য নিয়ে এগিয়ে যেতে দেখা যাচ্ছে না সেখানে!! [সূত্র: মিডলইস্টমনিটর]
Related Articles
Check Also
Close
- ummah news || দাজ্জালি মিডিয়া তাগুত সরকার || ইসলামের দুই খতরনাক দুশমনফেব্রুয়ারি ১০, ২০২১