পাক্তিয়া ও পাক্তিকা প্রদেশে বিশেষ বাহিনী ও আফগান পুতুলসেনাদের উপর হামলা চালিয়েছেন ইমারতে ইসলামিয়ার যোদ্ধারা।
বিস্তারিত রিপোর্টে জানা যায়, আল-খন্দক অপারেশনের ধারাবাহিকতায় মঙ্গলবার দুপুরে পাক্তিয়া প্রদেশের গুর্দা সিড়ি জেলার সোরি খেল এলাকায় হালকা ও ভারী যুদ্ধাস্ত্র ব্যবহার করে শত্রুদের একটি বিশেষ বাহিনীর উপর তীব্র হামলা চালিয়েছেন ইমারতে ইসলামিয়ার যোদ্ধারা। যা দীর্ঘ ৩ ঘন্টা পর্যন্ত চলমান ছিলো। উক্ত হামলায়, ৪ সামরিক রেঞ্জার গাড়ী ধ্বংস হওয়া ছাড়াও নিহত হয়েছে ৯ কুফফার সেনা। আহত হয়েছে আরো ৮ সেনা। এদিকে আহমাদ খিল জেলার হাসান খিল এলাকার বাসিন্দা ৫ সেনা ও পুলিশ কর্মকর্তা নিজেদের ভুল বুঝতে পেরে মুজাহিদদের কাছে আত্নসমর্পণ করেছেন।
এমনিভাবে দেশটির পাক্তিকা প্রদেশ থেকে খবর পাওয়া যায়, ঐ একই সময়ে ওয়াযিখা জেলার যিড়ি এলাকায় যোদ্ধারা চেকপোস্টে হামলা চালিয়ে তা নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেন। এছাড়াও সেখানে অবস্তানরত শত্রুসেনাদের ৯ সদস্য নিহত হয়েছে। আহত হয়েছে আরো ৮ সেনা এবং ধ্বংস হয়েছে ৫টি মোটরসাইকেল।
এ হামলায় মুজাহিদগণ বিভিন্ন রকমের হালকা ও ভারী যুদ্ধাস্ত্র গণিমত লাভ করেন।
এমনিভাবে সদর মাকাম গরদিয শহরের কাকী গ্রামের বাসিন্দা ইয়ার মুহাম্মদ ইবনে আব্দুল জব্বার মুজাহিদদের নিকট আত্নসমর্পণ করার ঘোষণা দিয়েছেন।