সম্প্রতি পাকিস্তান জমিয়তে উলামায়ে ইসলাম এর আমির মাওলানা ফজলুর রহমান সাহেবের একটি ছবি সামাজিক মাধ্যমে বিতর্ক সৃষ্টি করেছে। ছবিতে দেখা যায় তিনিসহ আরও একজন মাওলানা সাহেব কোন একটি বাসা বা অফিসে বসা আছেন। এবং বসার গদিটা জমিয়তের অফিসিয়াল পতাকার কালারের। ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় অনেক ব্যবহারকারী প্রশ্ন তুলছেন যে, “ভোটের সময় যে পতাকাকে নববি ঝাণ্ডা আখ্যা দেওয়া, তা কিভাবে বসার গদিতে ব্যবহার হয়?” উল্লেখ্য জমিয়েত উলামায়ে ইসলাম পাকিস্তানের একটি গণতান্ত্রিক ইসলামিক দল। এবং পাকিস্তানে প্রতিনিয়ত শরীয়তে ইসলামী প্রতিষ্ঠাকামী জিহাদি দলগুলোর শক্তি বৃদ্ধি পাচ্ছে।