খোরাসাননির্বাচিতসংবাদ

খোরাসানে শত্রুদের হাতে জনসাধারণের জান-মালের ক্ষতিসাধন, কয়েকটি গ্রামের লোকজনসহ শত্রুশিবির ছেড়ে কিছু মিলিশিয়া সদস্যের মুজাহিদগণের সাথে যোগদান।।

আফগানিস্তানের বাদঘিসের কাদিস জেলার গুলচিন এলাকায় গতকাল বিকালবেলায় বড় ধরণের একটি সমাবেশের মধ্যে চারটি বিশাল গ্রামের লোকজন ইসলামী ইমারতের প্রতি তাদের সমর্থন ঘোষণা করেছে। ঐ সমাবেশে অংশগ্রহণ করেছিলেন স্থানীয় ‍মুরুব্বি এবং আলেমদের অনেকে। ঐ গ্রামগুলোর ২০ এএলপি বন্দুকধারী মুজাহিদগণের সাথে যোগ দিয়েছেন এবং তাদের সামরিক যন্ত্রপাতি মুজাহিদগণের হাতে তুলে দিয়েছেন। অনুরূপভাবে, এবি কামারি জেলা থেকে আগত রিপোর্ট জানিয়েছে যে , গত পরশু বিকালবেলায় ১৫০০ এরও অধিক পরিবার নিয়ে গঠিত মুবারক শাহ এলাকার লোকজন সাফিউল্লাহের নেতৃত্বে ইসলামী ইমারতের প্রতি তাদের সমর্থন ঘোষণা করেছেন। জানা গেছে যে, পুতুল সরকারের বিভিন্ন অঙ্গে কার্যরত ছিলেন এমন প্রায় ২১ জন বন্দুকধারী মুজাহিদগণের সাথে যোগ দিয়েছেন। সাথে নিয়ে এসেছেন ২টি আরপিজি লাঞ্চার, ৩টি পিকেএম মেশিনগান, ১৫টি রাইফেল, ৪টি যোগাযোগ রেডিও এবং আরো অন্যান্য যুদ্ধসামগ্রী।
এদিকে নিমরুজ প্রদেশে গতকাল বিকালবেলায় খাশ রড জেলার এলিয়ালি এলাকায় মুজাহিদগণের একটি গেরিলা হামলায় শত্রুদের খাশ রড জেলার ভাড়াটে প্রধান হাশিম নুরজায় নিহত হয়েছে এবং আহত হয়েছে তার তিন দেহরক্ষী। পরবর্তীতে, শত্রুদের রিজার্ভ বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ শুরু হয়, এতে শত্রুদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে তবে তা এই মুহূর্তে অজানা। জাবুল প্রদেশের সেউরি জেলার কুচেনি শারা এলাকায় এক স্নাইপারের হামলায় কমপক্ষে ৪ এএনএ বন্দুকধার গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছে। আজ ভোরে, শত্রুদের রিজার্ভ বাহিনীর একটি এপিসি আইইডি হামলায় ধ্বংস হয়েছে , যার ফলে ভেতরে থাকা সকল বন্দুকধারী নিহত বা আহত হয়েছে। ঐ সময়ে, শহরে সাফা জেলার সানগার মান্দা এলাকায় একটি রোডসাইড বোমা বিস্ফোরণে একটি ভাড়াটে রেঞ্জার পিকআপ ধ্বংস হয়েছে। এতে ঘটনাস্থলেই নিহত হয়েছে তিন পুতুলসেনা। গতকাল সকালে আরঘান্দাব জেলার কেচি এলাকায় একটি আইইডি বিস্ফোরণে আরেকটি রেঞ্জার পিকআপ ধ্বংস হয়ে ভেতরে থাকা সকল বন্দুকধারী নিহত এবং আহত হয়েছে। ঐ এলাকাতেই কমপক্ষে ৩ পুতুলসেনা গুলিবিদ্ধ হয়ে নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
হেলমান্দের মারজাহ জেলার তাযাকানু ব্লক এলাকায় গত পরশু রাতে হামলার করার জন্য বিদেশী যোদ্ধারা তাদের ঐ দেশীয় দোসরদের সাহায্যে পৌঁছেছিল। ঐ হামলায় তারা গ্রামবাসীর উঠোনগুলো ধ্বংস করে দেয় এবং ঐ এলাকা থেকে পালিয়ে যাওয়ার পূর্বে তিনজন স্থানীয় বাসিন্দাকে অপহরণ করে। গতকাল সকালে গেরিশক জেলার কামপারাক এলাকায় স্নাইপারের গুলিতে গুলিবিদ্ধ হয়ে এক ভাড়াটে সৈন্য নিহত হয়েছে। ঐ সময়েই জেলাটির সেইদানু এলাকার নিকটে শত্রুদের একটি প্রহরীদলকে মুজাহিদগণ হামলা করেন যার ফলে তাদের ২ পুতুলসেনা নিহত হয়েছে। অনুরূপভাবে, গত পরশু রাতে ঐ এলাকাটিতে গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছিল আরো দুই বন্দুকধারী। অধিকন্তু, কথিত ঐ জেলার হায়দার আবাদ এলাকায় গত পরশু রাতে স্নাইপার গুলির আঘাতে এক পুলিশ নিহত হওয়ার পাশাপাশি আহত হয়েছে আরো একজন।
দক্ষিণ-পূর্ব খোশত প্রদেশের সাবরি জেলায় গত পরশু রাতে একটি সামরিক ইউনিটে মুজাহিদগণ হামলা করলে এক ঘন্টা যাবৎ স্থায়ী হয় ঐ যুদ্ধ। এতে, কমপক্ষে ৩ শত্রু সেনা নিহত হয়েছে। আরেকটি রিপোর্ট জানিয়েছে, শুক্রবারে প্রদেশটির বাক জেলায় মুজাহিদগণের হামলায় নিহত হয়েছে এক ইন্টালিজেন্স অফিসার। উত্তর জুওজান প্রদেশের আকচা জেলায় একটি বিস্ময়কর হামলায় গত শুক্রবারে এক আরবাকি মিলিশিয়া নিহত হয়েছে এবং তার মোটরসাইকেল জব্দ করা হয়েছে। নানগারহার প্রদেশের বেহসুদ জেলায় একটি রোডসাইড বোমা বিস্ফোরিত হয়ে একটি শত্রু যানবাহনকে আঘাত করলে ২ পুতুলসেনা নিহত হওয়ার পাশাপাশি ৩ সেনা আহত হয়েছে। ঘটনাটি ঘটে বুধবারে। কান্দাহারের মাইওয়ান্দ জেলার কালা শাহ মির এলাকায় একটি চেকপোস্টে হামলায় কমপক্ষে ৩ পুতুলসেনা নিহত হয়েছে , জানা গেছে মুজাহিদগণের আবারো আক্রমণের ভয়ে গত পরশু রাতে ঐ চেকপোস্ট ফেলে পালিয়েছে শত্রুরা। স্থানীয় সকল রাস্তায় সাধারণ জনতার চলাচলে অসুবিধা সৃষ্টির জন্য শত্রুদের স্থাপনকৃত ল্যান্ডমাইন সরাতে ব্যস্ত মুজাহিদগণ।
বলখ প্রদেশের চামতাল জেলায় সাধারণ জনতার বাড়িতে হামলা চালিয়েছে আমেরিকান যোদ্ধা .এবং তাদের পুতুলসেনারা এবং নিজ বাড়ি থেকে ৪ নিরপরাধ জনতাকে তুলে নিয়ে গেছে ঐ হিংস্রগুলো। ঘটনাটি ঘটে গত পরশু রাতে। রাতের বেলার ঠাণ্ডা বাতাসে শিশু, নারী এবং বৃদ্ধদেরকে তাদের বাড়ির বাইরে বের হতে বাধ্য করে শত্রুরা। ঐ সময় তারা একদল গ্রামবাসীকে নিষ্ঠুরভাবে আঘাত করতে থাকে।
একটি রিপোর্ট থেকে জানা যায়, শুক্রবারে বলখ প্রদেশের চাহার বুলাক জেলায় অবস্থিত একটি চেকপোস্টে মুজাহিদগণের ঝটিকা হামলায় একটি ট্যাংক ধ্বংস হয়ে ৩ পুলিশসদস্যের মৃত্যু হয়। গত পরশু রাতে প্রদেশটির খাস বালক জেলায় একটি পোস্টে মুজাহিদগণের হামলায় আরো ২ আরবাকি আহত হয়েছে। গতপরশু রাতে উত্তর গজনী প্রদেশের শালগর জেলায় একটি চেকপো্স্টের বাইরে গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছে তিন পুতুলসেনা। শুক্রবারে ঐ জেলারই অন্যত্র এক স্থানে মুজাহিদগণ শত্রুদের উপর হামলা করেছেন তবে শত্রুদের কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনো স্পষ্ট হয়নি। আরেকটি রিপোর্ট জানিয়েছে ২ আরবাকি পোষাকুকুর শুক্রবার রাতে গজনী প্রদেশের দায়াক জেলায় গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছে।
পাকতিয়া প্রদেশের রাজধানী গার্ডিজ শহরে শুক্রবারে মুজাহিদগণের একটি বিস্ময়কর হামলায় এক কমান্ডো নিহত হয় এবং তার মোটরসাইকেল জব্দ করা হয়। ঐ দিনই প্রদেশটির জুরমাত জেলায় আরেক পুলিশসদস্য গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছে। পৃথকভাবে, জেলাটির অন্যত্র একটি চেকপোস্টে মুজাহিদগণের হামলায় এক পুলিশসদস্য নিহত এবং অপর একজন আহত হয়েছে।.
ফারিয়াবের বান্দার জেলার বিভিন্ন গ্রামে কমপক্ষে ৪ জন স্থানীয় মিলিশিয়া সদস্য তাদের ভুর বুঝতে পেরে অনুতপ্ত হয়ে মুজাহিদগণের নিকট আত্মসমর্পণ করেছেন। শুক্রবারে খাইবার জেলার সাইয়্যাদ এলাকায় ইসলামী ইমারতের মুজাহিদগণের সামনে এক এএলপি বন্দুকধারী তার অস্ত্রশস্ত্র সমর্পণ করেছেন। একইভাবে, গতকাল আরো দুই বন্দুকধারী প্রদেশটির বান্দার জেলায় ভুল বুঝতে পেরে শত্রু বাহিনী পরিত্যাগ করেছে। আরেকজন আরবাকি আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ গত পরশু রাতে আলমার জেলায তার ভুল বুঝতে পেরে মুজাহিদগণের সাথে যোগ দিয়েছেন। সাথে নিয়ে এসেছেন একটি ট্যাংক, ১টি Dshk বন্দুক , ১টি রাইফেল এবং আরো অন্যান্য সামগ্রী। বাগলান প্রদেশের পুলই খুমরি জেলায় গত পরশু রাতে একটি চেকপোস্টে মুজাহিদগণ হামলা করলে এক শত্রুসেনা নিহত এবং আরো কতিপয় আহত হয়েছে। শনিবার সকালে, ঐ জেলার অন্য আরেকস্থানে একটি টার্গেট হামলায় এক আরবাকি কমান্ডার আহত হয়েছে এবং তার বন্দুকধারী নিহত হয়েছে। ঐদিনই উত্তর বাদাখশান প্রদেশের আর্গু জেলায় গোলাগুলিতে এক কমান্ডোসহ ২পুতুলসেনা নিহত হয়েছে। পারওয়ান প্রদেশের শিনওয়ারি জেলায় মুজাহিদগণের একটি গেরিলা হামলায় এক আরবাকি গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছে এবং আরো তিনসেনা আহত হয়েছে। শুক্রবারে লুগার প্রদেশের বারাকি বারাক জেলায় একটি সামরিক ইউনিটে হামলার পর ২ শত্রুসেনা নিহত হয়েছে। শনিবারে ওয়ার্দাক প্রদেশের সায়েদ আবাদ জেলায় মুজাহিদগণের দুটি পৃথক হামলায় তিন শত্রুসেনা নিহত হয়েছে এবং এক কমান্ডারসহ ২জন আহত হয়েছে। শুক্রবারে প্রদেশটির প্রাদেশিক রাজধানীতে মুজাহিদগণের হামলায় ৪ ইন্টালিজেন্স কর্মী নিহত এবং আরো তিনজন আহত হয়েছে। শনিবারে প্রদেশটির নিরখি জেলায় একটি রোডসাইড বোমা বিস্ফোরণে একটি শত্রু ট্যাংক ধ্বংস হয়েছে । এখনো শত্রুদের হতাহতের খবর নিশ্চিত জানা যায়নি।
ফারাহ প্রদেশের ফারাহ শহরে গত বৃহস্পতিবারে মুজাহিদগণের গেরিলা হামলায় এক সক্রিয় গোয়েন্দা এজেন্ট রহমাতুল্লাহ নিহত হয়েছে। আরেকটি রিপোর্ট থেকে জানা গেছে যে, শুক্রবারে ফারাহ রড জেলার বাজার এলাকার আশপাশের বেসামরিকদের কম্পাউন্ডকে ভাড়াটে সেনারা টার্গেট করে , এতে আহত হয়ে দুই শিশু। গত পরশু রাতে বালা বালুক জেলার কোনাসাক এলাকায় ২ টি এএনএ সামরিক ঘাঁটিতে মুজাহিদগণ ঝটিকা হামলা করেছেন । এতে, ১২ পুতুলসেনা নিহত এবং আরো ১৪ সেনা মারাত্মকভাবে আহত হয়েছে। জানা গেছে ক্রসফায়ারে ২জন মুজাহিদও আহত হয়েছেন। পরবর্তীতে, শত্রুরা ব্যাপকভাবে ঐ এলাকায় বিমান হামলা করতে থাকে, যার ফলে ২ নারীসহ ৪ জন গ্রামবাসী আহত হয়েছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × 5 =

Back to top button