আল-ফিরদাউস মিডিয়া ফাউন্ডেশনমিডিয়া

পিডিএফ/ওয়ার্ড || মোবাইল ফোন কৃত্রিম গোয়েন্দা- আল ফিরদাউস অনুবাদ

মোবাইল ফোন কৃত্রিম গোয়েন্দা

 

PDF
WORD
*************************

মোবাইল ফোন কৃত্রিম গোয়েন্দা

 

আল্লাহ তা’আলা বলেন-

“হে ঈমানদারগণ! তোমরা তোমাদের সতর্কতা অবলম্বন কর।”

মোবাইল ফোন কয়েকটি উপায়ে খুব সূক্ষ্নভাবে আপনার স্থান নির্ধারণে সাহায্য করে:

১. ভ্রমণ সংকেত বা এজাতীয় বিভিন্ন প্রকার সংকেতের উৎস অনুসন্ধান-পদ্ধতি।

২. আন্তর্জাতিক ওয়েবসাইট নিয়ন্ত্রণব্যবস্থা: এটা কৃত্রিম উপগ্রহ থেকে বিভিন্ন প্রকার সংকেত গ্রহণ ও সূক্ষ্নভাবে স্থান নির্ধারণের মাধ্যমে কাজ করে থাকে।

৩. ওয়াইফাই নেটওয়ার্ক: কিছু কিছু কোম্পানী, যেমন গুগল- এরা আপনার পরিচয়, ওয়েব সাইটের নাম ও তার স্থানসমূহ সংরক্ষণ করে রাখে। যেন এর মাধ্যমে নিকটবর্তী ওয়াইফাই ব্যবহারকারীর স্থান নির্ণয় করতে পারে।

৪. টেলিফোন নেটওয়ার্ক: টেলিফোন কোম্পানী টাওয়ারের মাধ্যমে ব্যবহারকারীর নড়াচড়া নির্দিষ্ট ডাটাবেসে নিবন্ধন ও সংরক্ষণ করে রাখে, যেন প্রয়োজনের সময় তা কাজে লাগাতে পারে।

চতুর প্রতিষ্ঠানগুলো আপনাকে বিভিন্ন প্রকার সেবা দিবে আর এর বিপরীতে আপনার মূল্যবান তথ্য হাতিয়ে নিবে। যে তথ্যগুলো কেউ লাভ করলে, তার পক্ষে আপনার অনেক কার্যাবলিই জানা সম্ভব, তার প্রয়োগক্ষমতা অনুযায়ী।

যেমন তার মধ্যে কয়েকটি:

১. চব্বিশ ঘন্টা আপনার নড়াচড়া, আপনার যাতায়াতব্যবস্থা, তথা পায়ে হেটে যাচ্ছেন, না যানবাহনে যাচ্ছেন।

২. আপনার লক্ষ্য, দৃষ্টিভঙ্গি ও কর্মপরিকল্পনা।

৩. আপনার মোবাইলফোন ব্যবহার ও এর উপর নির্ভরতার পরিমাণ।

৪. আপনার দৈনন্দিন অভ্যাস- যেমন চা ষ্টল, হোটেল, মসজিদ বা বাজারে আসা-যাওয়া।

৫. যে সকল পত্রিকা আপনি সব সময় পড়েন এবং আপনার মনোযোগ।

৬. আপনার নিবন্ধিত যোগাযোগমাধ্যম ও মেসেজসমূহুহ।

৭. আপনার ঘুমের সময়, স্থান ও কয় ঘন্টা ঘুমান।

এমনিভাবে আপনাকে হ্যাকিংয়ের শিকার করবে। এতে আপনার অনেক তথ্য তাদের কাছে পৌঁছে যাবে।

যেমন-

১. আপনার অজ্ঞাতসারেই আপনার ভিডিও, ফটো ও কণ্ঠ রেকর্ড করে ফেলবে।

২. ফোন কন্ট্রোল করে তার ভেতর থাকা সকল ছবি দেখে ফেলবে ও সকল তথ্য পড়ে ফেলবে।

৩. আপনার পরিকল্পনা অনুযায়ী আপনার সাথীদের ক্রমোন্নতির সম্ভাবনা জেনে নিবে।

এমনিভাবে তদন্তের সময় আপনার তথ্যাবলীর বিশাল ভাণ্ডার নিরাপত্তাবাহিনীকে বলে দিবে। আর আপনার মুছে ফেলা উপাদানগুলোও এটার পক্ষে উদ্ধার করা সম্ভব, যা অনেক সময় সংশ্লিষ্ট ভাইয়ের জন্য অনেক ভয়ঙ্কর হয়ে উঠে।

তাই আমরা মুজাহিদ ভাইদেরকে এই মোবাইলফোন একেবারেই ব্যবহার না করার উপদেশ দেই। কারণ শুধুমাত্র প্রয়োজনের সময় ব্যবহার করে অধিকাংশ সময় ব্যাটারী খোলা রাখাও অনেক সময় ব্যবহারকারীকে যেকোন বিপদে ফেলে দিতে পারে।

—————————-

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × 5 =

Back to top button