উপমহাদেশকাশ্মীর আর্কাইভসংবাদ
ভারতের কুনান ও পশপরা এক কালো রাতের ঘটনা!
দিনটি ছিল ১৯৯১ সালের ২৩ ফেব্রুয়ারি, কুপওয়ারা জেলা কাশ্মীর।
আজ থেকে ২৮ বছর পূর্বে ইন্ডিয়ান সেনারা কুনান ও পশপরা নামক দুটি গ্রামে তল্লাশি ও জিজ্ঞাসাবাদের নাম করে একটি অভিযান চালায়। রাতেও চলে হায়নাদের এই অভিযান।
অভিযানের নামে চলে মুসলিম নারীদের গণধর্ষণ।
Human Rights Organisation এর প্রকাশীত এক বার্তায় বলা হয়, ঐ রাতে ভারতীয় সন্ত্রাসী বাহিনী তল্লাশি নামের গণধর্ষণ দিবসে কম্পক্ষে ১০০ মুসলিম নারী গণধর্ষণের শিকার হয়।
ঐরাতে গণধর্ষণের শিকার নারীদের মধ্যে যারা এখনও বেচে আছেন, তারা আজও বেঁচে আছেন, তাঁরা আজও ধর্ষক সেনাদের বিচারের দাবীতে সংগ্রাম করে যাচ্ছেন। কিন্তু ২৮ বছর পেরিয়ে গেলেও তারা ন্যায্য বিচার পান নি। আর হয়তো কখনো ন্যায্য বিচার পাবেনও না এই মুসলিম নারীরা।