ইয়েমেনী এক ছোট্ট শিশু, রাস্তার পাশেই একটু ঘুমোনোর চেষ্টা করছে। কারণ, হয়তো জালিমদের আঘাতে তার ঘরবাড়ির সাথে সাথে তার বাবা-মা চিরবিদায় নিয়ে চলে গেছেন না ফিরার দেশে।
ইয়েমেনে বর্তমান যুদ্ধের কারণে প্রায় ৩০ লক্ষ নাগরিক গৃহহীন ও স্থানচ্যুত হয়েছেন, যাদের মাঝে ৭৬ শতাংশই নারী ও শিশু। এই শিশুটিও তাদেরই একজন।
ছবিটি ২০১৭ সালের নভেম্বরে ইয়েমেনের “ইব্ব” Ibb শহর থেকে ধারনকৃত। যেখানে অভ্যন্তরীন ভাবে উদ্ধাস্তু হওয়া একজন ইয়েমেনী শিশুকে সাদা প্লাস্টিকের ব্যাগ গায়ে জড়িয়ে রাস্তার পাশে ঘুমুতে দেখা যাচ্ছে।
বহু মৌসুম ও দিনের পরিবর্তন হয়েছে, কিন্তু পরিবর্তন হয়নি তার মত শিশুদের, দূরাশাই রয়ে গেছে এখনো অভ্যন্তরীনভাবে উদ্ধাস্তু হওয়া ৩০ লক্ষ ইয়েমেনীর নিজ বাড়িঘরে ফিরে যাওয়ার আশা।
এই ছোট্ট শিশু ও তার মত অন্য সকল ইয়েমেনী শিশুরাও একটি সুন্দর শৈশবকাল পাওয়ার অধিকার রাখে।