
মিডলইস্টমনিটর-বার্তাসংস্থার বরাতে জানা যায়, গত পরশু ফিলিস্তিনী বন্দী সমিতি (PPC) নামে একটি সংগঠন জানিয়েছে, ইসরাঈলী দখলদার বাহিনী ফিদাআ ইখলায়্যিল নামে ২২ বছর বয়সী এক ফিলিস্তিনী মেয়েকে পুনরায় গ্রেফতার করেছে! পিপিসি’র এক আইনজীবী জানিয়েছেন, ফিলিস্তিনের হেব্রুনের অধিবাসী ইখলায়্যিলকে ইসরাঈলী দখলদার বাহিনী ৬ মাসের জেল দিয়েছিল। ইতিমধ্যেই, ইখলায়্যিল ১ বছর সময় ইসরাঈলী জেলে অতিবাহিত করেছে। এবারে, যেদিন তার মুক্তি পাওয়ার সময় হয়েছে, তখন আবারও তাকে গ্রেফতার করেছে ইসরাঈলী দখলদার বাহিনী।