গত ১৫ জানুয়ারী কেনিয়ার রাজধানী নাইরোবিতে একটি অবিস্মরণীয় হামলা চালিয়েছিল আল-কায়দা শাখা হারাকাতুশ শাবাব। ঐ হামলায় ৫০ এরও অধিক কেনিয়ান সেনা নিহত হয়, আহত হয় আরো অনেক। তবে উক্ত অভিযানে কতজন হামলাকারী অংশগ্রহণ করেছিলো তা তৎক্ষণাৎ জানা যায়নি, কিন্তু পরে যখন সিসি ক্যামেরার ফুটেজ চেক করা হয়, তখন তা সবাইকেই অবাক করে দেয়, কেননা এত বিশাল এক ভয়াবহ যুদ্ধে মাত্র ৪ জন আল-কায়দা যোদ্ধা অংশগ্রহণ করেছিলো, যাদের বিপক্ষে যুদ্ধে অংশগ্রহণ করে কেনিয়া, আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স ও ইসরাইলের মত ইহুদী সেনারা। এমনটাই ধরা পড়ে সিসি টিভি ক্যামেরায়।
তবে কেনিয়ান সংবাদ মাধ্যমগুলো হামলাকারী আল-কায়দা যোদ্ধাদের ৪জনের মধ্যহতে একজনের শহিদ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে।