ইলম ও আত্মশুদ্ধিবই ও রিসালাহ
তোমার পাশে সিংহদের জমায়েত করো – শায়েখ আবু কাতাদা আল-ফিলিস্তিনী হা.
তোমার পাশে সিংহদের জমায়েত করো
– শায়েখ আবু কাতাদা আল-ফিলিস্তিনী হা.
“শেক্সপিয়র বলেন, ‘জ্ঞানীদের জমায়েত করা কঠিন এবং জটিল একটি কাজ। অপর দিকে পশুপালের জমায়েত সাধারণ একটি ব্যপার, কিছু রাখাল ও কুকুর হলেই যথেষ্ট।
কেউ কেউ সামঞ্জস্য বিধানকে সহজ মনে করেছেন এ নীতির ভিত্তিতে যে, ‘বন্ধু কুকুর শত্রু সিংহের চেয়ে শ্রেষ্ঠ’।
তবে আসল কথা হলো, বিপদের সময় পশুপাল তোমার থেকে দূরে সরে পড়বে, তোমাকে একা রেখে চলে যাবে। এ জন্য সিংহদেরকে তোমার পাশে জমায়েত করো।
পরিচালনার ক্ষেত্রে যাদিও তারা তোমাকে কষ্ট দেবে, তবুও মনে রেখো, তাদের দ্বারা তুমি বড় হতে পারবে, নিশ্চিন্তে তোমার লক্ষ্যে পৌঁছতে পারবে।”
– কুনাতুশ শাইখ আল আম্মাহ –