এতদিন ভারতে হিন্দুত্ববাদীদের কর্তৃক মুসলিম নির্যাতনের ঘটনা শুনে আসছি। তাই, কেমন যেন হিন্দু কর্তৃক মুসলিম নির্যাতনের ঘটনার বর্ণনা শুনতে শুনতে আমরা অভ্যস্ত হয়ে গেছি! কিন্তু, সম্প্রতি বাংলাদেশের লালমনিরহাট জেলায় ঘটে হিন্দু কর্তৃক মুসলিম নির্যাতনের ঘটনা! সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিয়ে অনেক আলোচনা পর্যালোচনা চলছে অনলাইন একটিভিস্টদের মাঝে। স্থানীয়দের বরাতে প্রকাশিত সংবাদ থেকে জানা যায়, গত ২৮শে আগস্ট রোজ মঙ্গলবার লালমনির হাট সদর উপজেলার হারাটি ইউনিয়নের ৭ নং ওয়ার্ড-এর পূর্ব আমবাড়ী নামক গ্রামে মুসলিম পরিবারের পুরুষদের বেঁধে রেখে মহিলাদের উপর পাশ্ববিক নির্যাতন চালায় এক প্রভাবশালী হিন্দু পরিবার। সামাজিক যোগাযোগ মাধ্যমে সংবাদটি সাড়া ফেলেছে, মানুষের হৃদয়ের রাজ্যে আঘাত করেছে। এ বিষয়টি নিয়ে একজন বলেন, ‘আমাদের দেশের তিল কে তাল বানানো মিডিয়া নিরব। আপনারাই বলেন ঐ মালায়নের কি বিচার হওয়া উচিৎ বলে মনে করেন ?’
ঐ সংবাদে আরেকজন এ বলে প্রতিক্রিয়া জানান, ‘এটাই নাকি সভ্য সমাজ, ধর্ম যার যার উৎসব সবার, হা হা হা ছি ছি ধিক্কার জানাই।’
এভাবে প্রত্যেকেই বিভিন্ন ধরণের মন্তব্য করার মাধ্যমে ঘটনাটির নিন্দা জানান এবং দোষীদের বিচার দাবি করেন। এখন, কথা হলো- যাদের কাছে বিচার চাওয়া হচ্ছে, তারা কি ঘটনাটির প্রতি কান দিবে কি না!? আমরা পূর্বে দেখেছি, ইসলাম ধর্ম নিয়ে কুটুক্তিকারীদের বিরুদ্ধে সরকারের কাছে দাবি জানালে সরকার উল্টো প্রতিক্রিয়া দেখায়! তখন ধর্মপ্রাণ মুসলিমগণ কুটুক্তিকারীদের শাস্তি দিতে চাইলে, সরকার একে সাম্প্রদায়িক দাঙ্গা ছড়ানোর প্রয়াস বলে মুসলিমদের বিরুদ্ধেই গ্রেফতারি পরোয়ানা জারি করে। এভাবেই, মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশেও নির্যাতনের শিকার মুসলিম সম্প্রদায়কে নিশ্চুপ করে রাখার অপচেষ্টা করে যাচ্ছে সরকার। এর ফলেই, আজ প্রকাশ্যে হিন্দু কর্তৃক মুসলিম নির্যাতনের ঘটনা ঘটছে কথিত মুসলিম দেশেও!