সারা ভারত জুড়েই মুসলিমদের বিভিন্ন ধর্মীয় কাজ কর্মের উপর নানা অজুহাতে নিষেধাজ্ঞা চলছে। মুসলিমরা মাঠে ময়দানে নামায পড়বে, প্রকাশ্যে কুরবানী করবে এটাও সয্য হয় না উগ্র হিন্দুদের। এবার ভারতের উত্তর প্রদেশের রাজ্য সরকার ঈদুল আজহায় প্রকাশ্যে কোরবানি ও ড্রেনের মধ্যে রক্ত ফেলা নিষিদ্ধ ঘোষণা করে এবং ঈদে সংরক্ষিত প্রাণী কোরবানি না করার উপর গত শনিবার এক ভিডিও কনফারেন্সে উগ্র সন্ত্রাসী মালাউন যোগী আদিত্যনাথ নির্দেশনা জারি করে।
যোগী আদিত্যনাথের এমন নির্দেশনার প্রতিক্রিয়ায় সমাজবাদী পার্টির মুখপাত্র জুহি সিং বলেছে‘ কোন ঈদেই সংরক্ষিত প্রাণী কোরবানি করা হয় না। এই ধরনের নির্দেশনা মুখ্যমন্ত্রীর অসহিষ্ণুতার বহিঃপ্রকাশ। উগ্র হিন্দু যোগী আদিত্যনাথ অপ্রয়োজনীয় বিতর্ক সৃষ্টির চেষ্টা করছে।সূত্র: ওয়ান ইন্ডিয়া।