
এবারে মসজিদুল হারামের ইমাম শায়েখ ড. সালেহ আল তালেবকে গ্রেফতার করলো সৌদি সরকার। ‘ডকুমেন্টিং অপ্রেশন এগেইন্সট মুসলিমস্’(DOAM) বার্তাসংস্থার বরাতে জানা যায়, একটি রিপোর্ট জানিয়েছে যে শায়েখকে গ্রেফতার করার কারণ ছিল – শয়তানী কাজ করা এবং ইসলামী কোন কর্তব্য থেকে জনসাধারণকে বিরত রাখার ব্যাপারে তিনি একটি বক্তব্য দিয়েছিলেন। আর, তাঁর এই বক্তব্য আঘাত হানে আমেরিকার সাথে মিত্রতা পোষণকারী সৌদি আরবের তথাকথিত সরকারের হৃদয়ে! যার কারণে, তারা শায়েখকে গ্রেফতার করে পূর্ববর্তী হক্বপন্থী উলামায়ে কেরামের মতই কারাবন্দী করে!