প্রখ্যাত আলেমে দ্বীন শায়েখ সোলাইমান দাওয়েশ সৌদি আরবের একটি জেলে আটক থাকা অবস্থায় নির্যাতনের ফলে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সংবাদটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোতেও প্রকাশিত হয়েছে। নিউজ রিপোর্টগুলোতে বলা হয়েছে শায়েখকে ২০১৬ সালের ২২শে এপ্রিল সৌদি আরবের তাগুত শাসক গ্রেফতার করে। সৌদি আরবের কুখ্যাত রাজপুত্র মুহাম্মদ বিন সালমানকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মন্তব্য করার পর একদিন অতিবাহিত হওয়ার পূর্বেই শায়েখকে গ্রেফতার করা হয়েছিল। মুহাম্মদ বিন সালমান রাজমুকুটের উত্তারাধিকারী রাজপুত্র হওয়ার পর থেকে এখন পর্যন্ত কয়েক হাজার রাজনৈতিক ও ধর্মীয় ব্যক্তিত্বকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত ব্যক্তিদের মাঝে আছেন শত শত শরীয়া বিষয়ক আলেম, আধ্যাত্মিক ও প্রখ্যাত শায়েখ এবং বিশ্ববিদ্যালয়ের প্রফেসরগণ! [সূত্র:মিডলইস্টমনিটর]
Check Also
Close
- আল-শাবব মুজাহিদদের হামলায় ২ সোমালিয়ান সেনা আহত।ফেব্রুয়ারি ৩, ২০১৯