
এবার, ভারতের রাজধানী নয়াদিল্লিতে বাংলাভাষী মুসলিমদেরকে হেনস্তার শিকার হতে হচ্ছে হিন্দুত্ববাদী ভারতীয় পুলিশ বাহিনীর হাতে। আসামে এনআরসি প্রকাশিত হওয়ার পর দিল্লিতে বাংলাভাষী মুসলিমদেরকে অযথাই অনুপ্রবেশকারী হিসেবে সন্দেহ করে পুলিশ ধরে নিয়ে নির্যাতন চালাচ্ছে। পশ্চিমবঙ্গের প্রদেশ কংগ্রেস সভাপতি ও মুর্শিদাবাদের সাংসদ অধীর চৌধুরী বলেছে যে, ‘এখন দিল্লিতে বাংলাভাষীদের অকারণে সন্দেহজনক অনুপ্রবেশকারী হিসেবে পুলিশ ধরে নিয়ে হেনস্তা শুরু করেছে। বিশেষ করে আসামের এনআরসির তালিকা পেশের পর দিল্লি পুলিশ পশ্চিমবঙ্গ থেকে কাজের জন্য যাওয়া বাংলাভাষীদের ধরপাকড় ও হেনস্তা করা শুরু করেছে।’ তার ভাষ্যমতে, বাংলাভাষী অনেকে কাজের জন্য দিল্লিতে গিয়েছেন, কিন্তু আসামের এনআরসি প্রকাশের পরপরই দিল্লিতে এসকল বাংলাভাষী শ্রমিকদেরকে অযথাই ধরে হেনস্তা করছে পুলিশ।’ এরই মধ্যে, সারা ভারতে এনআরসি তালিকা করার জন্য আহ্বান জানিয়েছে ক্ষমতাসীন হিন্দুত্ববাদী দল বিজেপির নেতা-কর্মীরা। তাদের মূল লক্ষ্য মুসলিমদেরক ভারত থেকে তাড়ানো। এই লক্ষ্যেই আসামের পর পশ্চিমবঙ্গ এবং হরিয়ানা রাজ্যসহ সারা ভারতে এনআরসি তালিকা প্রকাশ করার দাবি জানিয়েছে তারা।