
সৌদি আরবের তাগুত শাসকদের প্রশংসায় পঞ্চমুখ আমাদের দেশের কতক অবুঝ মুসলিম! অথচ, ইয়েমেনে সৌদি আরবের নেতৃত্বাধীন আরব জোট মুসলিমদের উপর যে অবর্ণনীয় নির্যাতন চালিয়ে যাচ্ছে সেদিকে মনোযোগ দেওয়ার বিন্দুমাত্র প্রয়োজন তাদের নেই বলে মনে হয়! মিডলইস্টমনিটর বার্তাসংস্থার বরাতে জানা যায়, জাতিসংঘের তথ্য মতে পশ্চিম ইয়েমেনের হুদায়দাহ শহরে কেবল গত জুন থেকে 350,000 মানুষ স্থানচ্যুত হয়েছেন। বাস্তুচ্যুত মানুষের মধ্য থেকে 90% এরও অধিকজনের অবস্থা সূচনীয়। বেশকিছুদিন যাবৎ ঐ অঞ্চলে তীব্র হামলা চালিয়েছে সৌদি নেতৃত্বাধীন আরব জোট। ঐ হামলাগুলোতে বহুলোক নিহত হয়েছে বলে জানা যায়।