আমিনকে বলতে দাওপ্রবন্ধ-নিবন্ধমিডিয়া

বুরহানুদ্দিন রাব্বানিঃ কবি মুতানাব্বির কবিতার নায়ক…

 

তালিবান শাসনামলে বুরহানুদ্দিন রাব্বানি ছিলেন আন্তর্জাতিক স্বীকৃতিপ্রাপ্ত আফগান প্রেসিডেন্ট, যদিও তিনি আফগানিস্তানের মাত্র ৫% এলাকার নিয়ন্ত্রন করতেন।

আল আরাবিয়া চ্যানেলে সম্প্রচারিত ‘নুক্বতাত নিযাম’ নামক অনুষ্ঠানে তিনি তার উত্তরের জোট আমেরিকার ট্যাংকের সাহায্যে কাবুলে দাখিল হওয়ার অভিযোগের প্রতিবাদ করেন। এরপর তিনি গর্বের সাথে দাবি করেন যে, তার বাহিনী নিজ শক্তিবলে কাবুলে দাখিল হয়েছিল।

রাসূলুল্লাহ সাল্লল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেন যে,
“অতীতের নবীগণের কাছে মানুষ এ কথা জানতে পেরেছে- যদি তোমার লজ্জা না থাকে, তাহলে যা ইচ্ছা তাই কর”। (বুখারিঃ ৩৪৮৩)

আল মুতানাবি তার এক কবিতায় বলেন,
‘যদি কোন কাপুরুষ কোন ভুমিতে একা থাকে,
সে দ্বৈত্ব যুদ্ধের আহ্বান জানায়’।

২০শে সেপ্টেম্বর, ২০১১ সালে রাব্বানির ৭১তম জন্মদিনে তার নিজ বাসভবনে এক ইসতেশহাদি বোমা হামলায় তাকে হত্যা করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

17 + five =

Check Also
Close
Back to top button