আকিদা-মানহাজউস্তাদ আহমাদ নাবীলপ্রবন্ধ-নিবন্ধবই ও রিসালাহবাংলাদেশহযরত উলামা ও উমারায়ে কেরাম

ওরা কাদের এজেণ্ডা বাস্তবায়ন করছে? শাইখ আহমাদ নাবিল দাঃ বাঃ

serveimage1

ওরা কাদের এজেণ্ডা বাস্তবায়ন করছে?

শাইখ আহমাদ নাবিল দাঃ বাঃ

আমরা জানি, কিছু দিন পূর্বে বাংলাদেশ থেকে একটি ফতওয়া প্রকাশ করা হয়। “জঙ্গিবাদবিরোধী মানবকল্যাণে শান্তির ফতওয়া”। এই ফতওয়া প্রকাশে মূল নেতৃত্ব দেন জমিয়তে উলামার চেয়ারম্যান ও শোলাকিয়ার ঈদ জামাতের ইমাম ফরীদ উদ্দীন মাসঊদ সাহেব।

গত কয়েক মাস পূর্বে, ওআইসি (OIC) এর বর্তমান মহাসচিবের সাথে ফরীদ উদ্দীন মাসঊদ সাহেবের একটি বৈঠক হয়। সেই বৈঠকে আরও উপস্থিত ছিলেন- মাসঊদ সাহেবের ছোটভাই আরিফ সাহেব এবং বড়ছেলে ব্যারিস্টার মাকতুম।

ছোটভাই আরিফ সাহেব উক্ত বৈঠকের উপর একটি নিবন্ধ লিখেন। ফরীদ উদ্দীন মাসঊদ সাহেব কর্তৃক সম্পাদিত পত্রিকা, মাসিক পাথেয়তে যে নিবন্ধটি ছাপানো হয়। সেই বৈঠকের কিছু আলোচনা, তাদের ভাষাতেই আপনাদের সামনে তুলে ধরা হচ্ছে। যা থেকেই আপনারা বুঝতে পারবেন- ওরা কাদের এজেণ্ডা বাস্তবায়ন করছে।

উক্ত বৈঠকে প্রকাশিত ফতওয়া নিয়ে আলোচনার একপর্যায়ে মাওলানা মাসঊদ সাহেব মহাসচিবকে বলেন-
অবশ্য বিভিন্ন দেশের ধর্মগুরুর কাছে এর (ফতওয়ার) সংবাদ পৌঁছেছে। যাদের মধ্যে ভ্যাটিকান পোপও আছেন। তিনিও বিষয়টি পজিটিভ আলোচনা করেছেন।(মাসিক পাথেয়, পৃষ্ঠা-১৬, সেপ্টেম্বর-২০১৬)

মাসঊদ সাহেব আরও বলেনঃ
আমার ইচ্ছা এ বিষয়ে মক্কা মদীনা শরীফের ইমামদের নিয়ে একটি মহাসম্মেলন আয়োজন করা। যাতে দালাইলামা এবং পোপ তাদেরকেও দাওয়াত দেওয়ার চিন্তা আছে।
মহাসচিব মহোদয় জিজ্ঞাসা করেন, ইরান এবং শিয়া মতাবলম্বীদের সাথে যোগাযোগ হয়েছে কি? বড় হুজুর বলেন, আমাদের দেশে শিয়া মতাবলম্বী তেমন নেই। (মাসিক পাথেয়, পৃষ্ঠা-১৬, সেপ্টেম্বর-২০১৬)

মাসঊদ সাহেব আরও বলেনঃ
আমার এও ইচ্ছা আছে যে, জেদ্দা থেকে আমেরিকা যাবো এবং ফতওয়াটির একটি কপি জাতিসংঘ মহাসচিব বান কি মুনের হাতে হস্তান্তর করবো। মহাসচিব মহোদয় বলেন, আশা করি তাও খুব ফলপ্রসূ হবে। আল্লাহ তায়ালা আপনার মেহনত কবুল করুন।(মাসিক পাথেয়, পৃষ্ঠা-১৭, সেপ্টেম্বর-২০১৬)

আলোচনার এক পর্যায়ে মাসঊদ সাহেবের ছেলে ব্যারিস্টার মাকতুম মহাসচিবকে বলেন-
মহাসচিব মহোদয়ের সদয় অনুমতি হলে ওআইসির কাছে একটি প্রস্তাব তুলে ধরতে চাই। তা হলো, আমেরিকার এক নামি ইউনিভার্সিটির অধীনে বিশ্ববিখ্যাত প্রফেসর ব্রুস হোফমেন এর তত্ত্বাবধানে কাউন্টার টেররিজমের উপর আমি বিশেষ একটি কোর্স করেছি। আমার ক্ষুদ্র প্রস্তাবটি হল, গোটা মুসলিম বিশ্বের আমার বয়সি যুব সমাজকে নিয়ে ওআইসির নেতৃত্বে কিছু করা যায় কি না। আমি এ বিষয়ে নগণ্য খাদিম হিসেবে সহযোগিতা করতে পারবো। (মাসিক পাথেয়, পৃষ্ঠা-১৮, সেপ্টেম্বর-২০১৬)

serveimage

লোমহর্ষক এক তথ্যঃ
মাসঊদ সাহেবের বড় ছেলে (মাওলানা) ব্যারিস্টার মাকতুম। কাউন্টার টেররিজমের উপর কোর্স করেছে আমেরিকান প্রফেসর ব্রুস হোফমেনের তত্ত্বাবধানে। আপনারা জানেন- কে এই প্রফেসর? ইসলাম ও মুসলিমদের বিরুদ্ধে সব চেয়ে জঘন্য ষড়যন্ত্রে লিপ্ত কুখ্যাত সংস্থা, র*্যান্ড কর্পোরেশনের ডাইরেক্টর হচ্ছে এই প্রফেসর ব্রুস হোফমেন।

র*্যান্ড কর্পোরেশন-ইসলাম ও মুসলিম সভ্যতার বিরুদ্ধে ষড়যন্ত্র ও অপপ্রচারে লিপ্ত, ইয়াহুদি-নাসারা দ্বারা পরিচালিত বিশ্বে যে কয়েকটি সংস্থা কার্যকর আছে,এর অন্যতম হচ্ছে এই র*্যান্ড কর্পোরেশন।

র*্যান্ড ডাইরেক্টরের বাংলাদেশী ছাত্র (এজেন্ট) হচ্ছে ব্যারিস্টার মাকতুম। কাউন্টার টেররিজমের উপর কোর্স করেছে তার কাছে। ওআইসির মহাসচিবের কাছে আবেদন করছে, গোটা মুসলিম বিশ্ব থেকে যুবকদেরকে নিয়ে ওআইসির নেতৃত্বে তার উস্তাযের শিক্ষাকে বাস্তবায়ন করার।

আর এই ব্যারিস্টারের গর্বিত বাবা হচ্ছেন মাওলানা মাসঊদ সাহেব, যিনি ইতিমধ্যে জঙ্গিবাদের বিরুদ্ধে ফতওয়া বের করে বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছেন। ভ্যাটিকান সিটির পোপ যে ফতওয়ার প্রতি ইতিবাচক। তিনি সম্মেলনে দাওয়াত দেবেন, দালাইলামা ও পোপকে। ফতওয়া নিয়ে হাজির হবেন জাতিসংঘের সদরদপ্তর আমেরিকাতে। পেশ করবেন বান কি মুনের সমীপে।

এবার আপনারাই উত্তর দিন-
ওরা কাদের এজেণ্ডা বাস্তবায়ন করছে?


Related Articles

One Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

11 − two =

Back to top button