অডিও ও ভিডিওআরবদাওয়াহ আর্কাইভবাংলা প্রকাশনামিডিয়াশাইখ ইবরাহীম আস সাকরানসৌদী আরবহযরত উলামা ও উমারায়ে কেরাম

ইসলামের ব্যাপারে দ্বিধা-দ্বন্ধ ও তর্কে লিপ্ত হওয়া – শাইখ ইবরাহীম আস সাকরান

ইসলামের ব্যাপারে দ্বিধা-দ্বন্ধ ও তর্কে লিপ্ত হওয়া

– শাইখ ইবরাহীম আস সাকরান

 

আল্লাহ দ্বীনের সমর্থনে কথা বলা খুবই প্রশংসনীয়। কিন্তু দ্বীন আপনার বা আমার সমর্থনের মুখাপেক্ষী না। দ্বীন কোন পশ্চিমা স্কলার বা সেলিব্রিটি দা’ঈর মুখাপেক্ষী না। দ্বীন পশ্চিমের অ্যাপ্রুভালের মুখাপেক্ষী না। তাই দ্বীনের সমর্থন করতে গিয়ে দ্বীনের বিকৃতি যেন আমরা করে না বসি। আর একথাগুলো দ্বীন ইসলামে খুব বেইসিক এবং বুনিয়াদি বিষয়। কিন্তু দুঃখজনকভাবে আমরা এ বেইসিকগুলো আজ ভুলে যাচ্ছি। ইসলামকে আধুনিক, মানবিক, বৈজ্ঞানিক বা অন্য কোন কিছু প্রমাণ করা আমাদের দায়িত্ব না। আমাদের দায়িত্ব শোনা ও মানা। আর যদি কারো ভালো না লাগে তাহলে সে আল্লাহ্‌র সৃষ্টি জগতের বাইরে চলে যাক আর জান্নাতের পরিবর্তে অপর কোন চিরন্তন আবাস বেছে নিক।

 

ডাউনলোড করুন

https://archive.org/details/islamer_bepare_dida_dondo

http://www.mediafire.com/file/56wo303366owpx0/islamer_bepare_didadondo.mp4/file

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × five =

Back to top button