প্রবন্ধ-নিবন্ধ

মুসলিম হেঁ হাম ওয়াতান হ্যায় সারা জাহাঁ হামারা— ১

মুসলিম উম্মাহর স্বদেশ হলো গোটা পৃথিবী। কেননা আল্লাহ বলছেন, “আসমানসমূহ এবং যমিনের রাজত্ব আল্লাহরই।” {সুরা আলে ইমরান: ১৮৯} আর একমাত্র মুসলমানরা হলো পৃথিবীতে আল্লাহর মনোনীত খলিফা। “উপদেশের পরে যাবুর গ্রন্থে আমি লিখে দিয়েছি যে, যমিনের উত্তরাধিকারী হবে আমার নেক বান্দারা।” {সুরা আম্বিয়া: ১০৫}

আল্লাহ তাআলা মুসলমানদেরকে গোটা পৃথিবীর শাসনক্ষমতা লাভের অধিকার দিয়েছেন, যাতে গোটা পৃথিবীই তাদের প্রকৃত স্বদেশে পরিণত হয়। এই অধিকার গ্রহণকে তাদের ওপর ফরজও করেছেন, তবে তাকে শক্তি এবং সামর্থ্যের সঙ্গে শর্তযুক্ত করেছেন। তবে এই শক্তি অর্জনের ক্ষেত্রে তাদের জন্য কোনোরূপ শিথিলতার পথ খোলা রাখেননি। {দেখুন— সুরা তাওবা: ১২৩; সুরা আনফাল: ৩৯; সুরা আনফাল: ৬০}

পৃথিবীতে যতোক্ষণ পর্যন্ত গাইরুল্লাহর শাসনব্যবস্থা প্রতিষ্ঠিত থাকবে, সে অব্দি পৃথিবী থেকে কিছুতেই ফিতনা দূরিভূত হবে না। যখন সারা পৃথিবীতে একমাত্র আল্লাহ তাআলার শাসনব্যবস্থা প্রতিষ্ঠিত থাকবে, ইসলামের ধারক-বাহকরাই শুধু সর্বত্র রাজত্ব করবে আর কুফফার গোষ্ঠী ইসলামি শরিয়াহর সামনে অবনত মস্তকে নতি স্বীকার করবে, তখনই কেবল পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠিত হবে। কেননা ইসলাম ছাড়া কখনো শান্তি প্রতিষ্ঠিত হতে পারে না। {{দেখুন— সুরা নিসা: ৯৪}

মহান আল্লাহ তাআলা নিজে ওয়াদা করেছেন, আর নিশ্চয়ই তার ওয়াদা সত্য, তার এই ওয়াদা আদি-অন্ত সর্বদা কার্যকর। “তিনিই সেই সত্তা, যিনি তার রাসুলকে হিদায়াত এবং সত্য দ্বীন সহ প্রেরণ করেছেন, যাতে তিনি সেই দ্বীনকে সকল দ্বীনের ওপর প্রবল করেন, যদিও মুশরিকরা তা অপছন্দ করে।” {সুরা সফ: ৯}

রাসুলুল্লাহ সা. সংবাদ দিয়ে গেছেন যে, “ইসলাম সে পর্যন্ত পৌঁছবে, যে পর্যন্ত রাত-দিন পৌঁছেছে।” {মুসনাদে আহমদ, তাবারানি}। “ভূপৃষ্ঠে এমন কোনো কাঁচা-পাকা ঘর থাকবে না, যেখানে আল্লাহ ইসলামের কালিমা প্রবেশ করাবেন না, সম্মানিতদের সম্মানের মাধ্যমে কিবা অপদস্থদের অপদস্থতার মাধ্যমে।” {তাবারানি}

আল্লাহর ওয়াদা অনুযায়ী এমনটি অবশ্যই হবে। তখন প্রকৃত অর্থেই গোটা দুনিয়া মুসলমানদের স্বদেশে পরিণত হবে। সেখানে থাকবে না কোনো সীমান্ত কিবা ভৌগলিক সীমারেখা বা নির্দিষ্ট আয়তন। আর সেদিনই মানবতা প্রশান্তি লাভ করবে, সৌভাগ্য অর্জন করতে পারবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

sixteen + two =

Back to top button