ভারতীয় সংবাদমাধ্যম ‘এনডিটিভি’– কাশ্মীর পুলিশের বরাত দিয়ে জানিয়েছে, দক্ষিণ কাশ্মীরের শোপিয়ান জেলায় পুলিশ বাহিনীর উপর এক হামলায় ৪ পুলিশ সদস্য নিহত হয়েছে। জানা গেছে, বাহন মেরামত করার জন্য কাছাকাছি কোন একটি দোকানে যাওয়ার পর একদল সশস্ত্র যোদ্ধা ঐ পুলিশ বাহিনীর উপর হামলা করেন। এতে, ঘটনাস্থলেই দুই পুলিশের নিহত হয় এবং বাকি দুইজনকে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়ার পর সেখানে মারা যায়। পুলিশের উপর হামলাকারী সশস্ত্র যোদ্ধারা ঐ পুলিশদের কাছ থেকে ৩টি একে-৪৭ রাইফেল জব্দ করতে সক্ষম হয়েছেন। পুলিশ জানিয়েছে, ঐ এলাকাতে তারপর সার্চ অপারেশন চালালেও হামলাকারীদের কাউকে খুঁজে পায়নি তারা। হামলাকারীদের পরিচয় এখনো জানা যায়নি, তবে দখলদার বাহিনীর উপর এই ধরণের হামলা চালিয়ে থাকেন স্বাধীনতাকামী কাশ্মীরী যোদ্ধারা।
Related Articles

আন নাফির বুলেটিন -২৬ || দালাল পরিবারঃ আব্দুল আজিজ-রোজফল্ট, ইবনে সালমান-কওশিনার || রজব ১৪৩৯ হিজরী
জুলাই ১৭, ২০১৯

আন নাফির বুলেটিন – ৩৪ || রমজান ১৪৪২ হিজরী বারা ইবনে মালেক-এর উত্তরসূরিদের প্রহরায় আল-আকসা
মে ১৭, ২০২১
মুসলিমদের তাড়িয়ে আসামকে মায়ানমার বানাতে চায় বিজেপি
নভেম্বর ১৭, ২০১৭
কেনিয়ার রাজধানীতে সিসি ক্যামেরায় হামলাকারীদের ফুটেজ।
জানুয়ারি ১৬, ২০১৯
Check Also
Close
- সেপ্টেম্বর ১৯৯৩ || মাসিক জাগে মুজাহিদসেপ্টেম্বর ১৭, ১৯৯৩