মিডলইস্টমনিটর বার্তা সংস্থার বরাতে জানা যায়, আজ ২৩শে আগস্ট গাজা উপকূলে চারজন ফিলিস্তিনী জেলেকে আটক করেছে এবং তাদের নৌকাগুলোও জব্দ করেছে। ফিলিস্তিনী তথ্য সেন্টার’ কে গাজার জেলে ইউনিয়নের প্রধান নিজার আইয়াশ জানিয়েছেন যে, যে সকল ফিলিস্তিনী জেলেরা উত্তর গাজা সমুদ্রতীরে দুটি নৌকার পাল তুলেছিল ইসরাঈলের যুদ্ধজাহাজ থেকে তাদেরকে লক্ষ্য করে গুলিবর্ষণ করা হয় এবং পরে আশদুদ বিমানবন্দরে তাদের নৌকাগুলোকে বেঁধে রাখা হয়। আইয়াশ যে চারজন জেলেকে গ্রেফতার করা হয়েছে তাদের নামও বলেন, তারা হলেন- মুহাম্মদ আহমেদ জায়েদ এবং তার পুত্র তামের, বাকি দুজন হলো তৌফিক আল-সুলতান এবং রাফাত আল-সুলতান। এভাবেই, ইসরাঈলী দখলদার নৌ-বাহিনী প্রতিনিয়ত গাজা সীমান্তে ফিলিস্তিনী জেলে-মাঝিদের উপর হামলা করছে।
এদিকে, গতকাল ফিলিস্তিনের উত্তর পশ্চিম তীরের দক্ষিণে অবস্থিত মাদামা গ্রামে একজন ফিলিস্তিনী মেষপালককে গুলি করে আহত করেছে দখলদার ইসরাঈলী বাহিনী। স্থানীয়দের বরাতে জানা যায়, চারটি গুলিবিদ্ধ হয়ে আহত হওয়া ঐ ফিলিস্তিনী রাখালের নাম হলো ইমাদ ইব্রাহীম জিয়াদেহ। স্থানীয় বার্তাসংস্থাগুলো আরো জানিয়েছে, ইমাদ ইব্রাহীম জিয়াদেহ নামক ফিলিস্তিনী রাখালকে হামলা করার উদ্দেশ্য নিয়ে দখলদার ২০ ইসরাঈলী মাদামা গ্রামে ছুটে আসে এবং কৃষিভূমিতে আগুন ধরিয়ে দেয়! [সূত্র:মিডলইস্টমনিটর]