#Alfirdaws_News#yemen
ইয়েমেনে হুথি বিদ্রোহীদের দমনের নামে সউদ নেতৃত্বাধীন জোট বাহিনীর হামলায় অগণিত মুসলিম হতাহত হচ্ছে। তবু এ ধরণের অমানবিক হামলা বন্ধ হওয়ার কোনে লক্ষণই দেখা যাচ্ছে না। ইয়েমেনের যুদ্ধ বর্তমান সময়ে বিশ্বের অন্যতম ভয়াবহ মানবিক বিপর্যয় রুপ ধারণ করেছে। এ যুদ্ধ লক্ষ লক্ষ মানুষকে মৌলিক দ্রব্যসামগ্রী প্রাপ্তি থেকে বঞ্চিত করেছে।
পার্শ্ববর্তী জিবুতি থেকে আল জাজিরার সংবাদদাতা জানান , ৮৪ লাখ ইয়েমেনি অনাহারের সম্মুখীন। তার বাইরে বহু লোক একবেলা সামান্য খাদ্যে দিন অতিবাহিত করছেন। তারা জানেন না যে এর পরে তারা কি খাবেন বা কিভাবে খাবার পাবেন।
আরো জানান, ১ কোটি ৮০ লাখ ইয়েমেনবাসী ভালো, পুষ্টিকর খাদ্য থেকে বঞ্চিত। অনেক শিশুরা ডায়রিয়া, কলেরা, ডিপথেরিয়াসহ মারাত্মক রোগে আক্রান্ত হয়ে পড়েছে। যাদের জরুরী ভিত্তিতে চিকিৎসার প্রয়োজন।