#Alfirdaws_News# bangladesh সারা দেশে চলেছে মাদক বিরোধী অভিযান। অভিযানের নামে কত নিরাপরাধ মানুষকে ক্রসফায়ার করা হয়েছে, কত মানুষ কারাগারে আছে তার হিসেবেই বা কে রাখে। চিরুনী অভিযান চালানোর পরও কেন থামছে না মাদক কারবার! কমছে না মাদক দ্রব্য! এ রহস্যের জট খুলেছে। কারণ অন্যান্য অপরাধের মত এ মাদকদ্রব্যের সাথেও জড়িত এদেশের উচ্চপদস্থ এমপি, মন্ত্রী আর বিভিন্ন প্রশাসনের লোকেরা! দেখা যাচ্ছে পুলিশ, র্যাব, কিংবা গোয়েন্দারাই বড় বড় অপরাধের মূলহোতা!
শনিবার (১৮ আগস্ট) সকাল ৯টার দিকে মিরসরাইয়ের বারৈয়ারহাট এলাকায় চট্টগ্রামে আবুল বাশার নামে পুলিশের এক উপ-পরিদর্শককে(এসআই)৩০ হাজার পিস ইয়াবাসহ আটক করা হয়েছে। আটক আবুল বাশার ব্রাহ্মণবাড়িয়া জেলা গোয়েন্দা পুলিশে কর্মরত রয়েছে বলে জানা গেছে। ব্রাহ্মণবাড়িয়া জেলা গোয়েন্দা পুলিশে কর্মরত এসআই আবুল বাশার চট্টগ্রাম থেকে ইয়াবাগুলো নিয়ে মোটরসাইকেলে করে ঢাকায় যাওয়ার পথে আটক হয়। এ হলো সাম্প্রতিক সময়ে মিডিয়ার নজরে আসা একটি ঘটনা, যা প্রমাণ করেছে মাদকদ্রব্যের চোরাচালানের সাথে পুলিশ সদস্যদের সম্পৃক্ততা! কিন্তু, মিডিয়ার আড়ালে যে কত রকমের অপরাধ সংঘটিত করে যাচ্ছে এই পুলিশ বাহিনী তার কোন ইয়ত্তা নেই!