আরবফাতাওয়া-ফারায়েজবই ও রিসালাহশাইখ নাসির ইবনে হামাদ আল ফাহাদসৌদী আরবহযরত উলামা ও উমারায়ে কেরাম

কুফফার ভূমিতে বসবাসের শার’ই হুকুম- শাইখ নাসির বিন হামাদ আল-ফাহ্*দ্

বিসমিল্লাহির রহমানির রহিম।

শাইখ নাসির বিন হামাদ আল-ফাহ্*দ্*- আল্লাহ তাঁকে দ্রুত মুক্তি দান করুন- বর্তমান সৌদিতাগূত কর্তৃক কারাগারে বন্দি।

শাইখের লিখিত সমৃদ্ধ একটি কিতাব হচ্ছে, ‘التبيان في كفر من أعان الأمريكان’, এর ইংরেজি অনুবাদ হচ্ছে ‘The Exposition Regarding the Disbelief of the One That Assists the American’। এখানে আমরা এই কিতাবের ‘Introduction to the Translation by the Noble Shaykh, Nasir ibn Hamad al-Fahd’ অংশটির একাংশের বাংলা অনুবাদ করেছি মাত্র। এই অনুবাদের বাংলা শিরোনাম নির্ধারণ করেছি, “কুফফার ভূমিতে বসবাসের শার’ই হুকুম”।

যুদ্ধরত কাফিরজাতির প্রতি মুসলিমদের দায়িত্ব-কর্তব্য কী- এ সম্পর্কে এর আগেই আমরা একটি ফাতাওয়া প্রকাশ করেছিলাম। এবার এই কিতাবে কুফ্*ফার ভূমিতে বসবাসকারী মুসলিমের শারই দায়িত্ব-কর্তব্য কী তা তুলে ধরা হয়েছে। কোন্* প্রেক্ষিতে কী কাজে কুফ্*ফার ভূমিতে থাকা যায় এবং থাকলে কী দায়িত্ব বর্তায় তা জানা খুব জরুরী হয়ে দাঁড়িয়েছে। আশা করা যায়, এ কিতাব কিছুটা হলেও দিক-নির্দেশনা দেবে। এছাড়াও, মিল্লাতু-ইব্*রাহিমের বাস্তবায়নের ব্যাপারে ভ্রান্তির- হোক বাড়াবাড়ি কিংবা ছাড়াছাড়ি- অপনোদন হবে বলে আশা রাখি। পাঠক, কিতাবটি এখন আপনার কাছে। অনুবাদে ত্রুটি হওয়া খুব স্বাভাবিক, তাই আবেদন- ভুল ত্রুটি লক্ষ্য করা গেলে আমাদের জানাবেন এবং খুব দ্রুত।
সবশেষে, সকল প্রশংসা একমাত্র মহান আল্লাহরই জন্য।

[সম্মানিত ভাইয়েরা! এই বইটির পিডিএফ কারো কাছে থাকলে কমেন্ট করার অনুরোধ করা যাচ্ছে। ]

Related Articles

One Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three + six =

Back to top button