

আফগানিস্তানের গোর প্রদেশের শাহরক জেলায় পুলিশ প্রধানের একটি সামরিক কাফেলায় হামলা চালিয়েছেন ইমারতে ইসলামিয়ার মুজাহিদগণ।
রিপোর্টে জানা যায়, বুধবার বিকাল বেলায় কুরুন এলাকায় মুজাহিদগণ পুলিশ প্রধানের একটি সামরিক কাফেলায় হালকা ও ভারী অস্ত্র ব্যবহার করে হামলা চালিয়েছেন। ফলে পুলিশ চিপ কমান্ডার (জিয়াউল হক ওরফে খোশনোদ) তার ৩ দেহরক্ষীসহ ঘটনাস্থলেই নিহত হয়েছে।
উল্লেখ্য, মুজাহিদগণ ১১ বাহনসহ বিপুল পরিমাণ যুদ্ধাস্ত্র গণিমত লাভ করেছেন।
![[উৎসাহমূলক চমৎকার একটি ভিডিও] অগ্রসর হও || শায়খ আব্দুল্লাহ আল মুহাইসিনী || Al Hikmah Media [উৎসাহমূলক চমৎকার একটি ভিডিও] অগ্রসর হও || শায়খ আব্দুল্লাহ আল মুহাইসিনী || Al Hikmah Media](https://i.imgur.com/wfJSTE9.png)

