গণতন্ত্রের ভেল্কিবাজি!
নিচের ছোট্ট তবে দামি একটি রচনা লিখেছেন আলেম ও কবি মুহতারাম মাওলানা লিসানুল হক, পাঠকদের উপকার বিবেচনায় তাঁর ফেসবুক থেকে পোস্টটি তুলে ধরছি। এবং শিরোনাম আমরা-ই দিয়েছি।
- নির্বাহী এডমিন
গণতন্ত্র এমন এক জটিল তন্ত্র যে, এই তন্ত্র যে দেশে থাকে সেদেশে আর জিহাদ ফরয হয় না ৷ অধিকারের জন্যে সোচ্চার হওয়ার নামে পথে পথে বিশাল বিশাল গণতান্ত্রিক মিছিল-মিটিং করলে জিহাদের জযবা অটোমেটিক স্তিমিত হয়ে যায় ৷ কারণ বিক্ষোভ মিছিল ও বিক্ষোভ সমাবেশ গুলোকে আমরা জিহাদেরই একটি উপায় হিসেবে বিবেচনা করে থাকি ৷ কিন্তু ফলাফল তেমন একটা ভালো হয় না ৷ কখনো কখনো গণজোয়ার দেখে সরকার সাময়িকভাবে কোনো দাবি মেনে নিলেও স্থায়ীভাবে কোনো গণতান্ত্রিক আন্দোলন সফলতার মুখ দেখে না ৷ বরং একই গণতান্ত্রিক আন্দোলনে গণজোয়ার ঠেকাতে কখনো কখনো তথাকথিত গণতান্ত্রিক সরকার মধ্যরাতে গণতান্ত্রিক আন্দোলনকারীদের উপর হামলা করে বসে ৷
মানে প্রত্যেকেই গণতান্ত্রিক পদ্ধতিতেই যার যার অধিকার সংরক্ষণ করেছে!
গণতান্ত্রিক অধিকারের নামে একজন কট্টর নাস্তিক মুরতাদ যাচ্ছেতাই বলতে পারে ৷ অথচ একই গণতান্ত্রিক অধিকারের নামে একজন মুসলমান কোনো নাস্তিকের নাস্তিকতার বিরুদ্ধে তার দাবি উত্থাপন করতে গেলেই অপরাধ হয়ে যায় ৷ গণতন্ত্র মানে নাস্তিক মুরতাদদের অধিকার সংরক্ষণ ৷ গণতন্ত্র মানে এ জাতীয় আরো অনেক কিছু ৷ গণতন্ত্রের মানে বুঝতে কোনো দেশে যেতে হয় না ৷ ‘৭১ থেকে ‘১৭ পর্যন্ত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ নামক রাষ্ট্রের হাল অবস্থা পর্যবেক্ষণ করলেই সহজে বোঝা যায় ৷৷