ভারত-বাংলাদেশঃ বন্ধুত্বের আড়ালে শত্রুতা-ইঞ্জিনিয়ার ইমতিয়াজ উদ্দিন || পিডিএফ
সারা বিশ্বে বাংলাদেশ-ভারত এর মধ্যকার প্রতিবেশীসুলভ সম্পর্ক নাকি সারাবিশ্বের জন্য রোল মডেল। এমটাই দাবী করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার “শ্রিংলা”। তবে তা ঠিক কতখানি বন্ধুত্ব আর কতখানি দাসত্বসুলভ তা বাস্তবতা পর্যবেক্ষণ করলে কিছুটা আচ করা যেতে পারে।
ভারতে একদিকে বাংলাদেশকে শর্ত-সাপেক্ষে উচ্চসুদে ঋণ দিয়েছে, অপরদিকে আদায় করে নিয়েছে শর্তহীন ও নামেমাত্র শুল্কে ট্রানজিট সুবিধা। অথচ মরপণফাদ বলে বিখ্যাত ফারাক্কা ও তিস্তা নদীর পানির ন্যায্য অধিকারটুকু পর্যন্ত ভারত বাংলাদেশকে দেয়নি। ভারতের সাথে বন্ধুত্বের আরেকটি নজীর হচ্ছে “সীমান্ত হত্যা” । রোহিঙ্গা ইস্যুতে ভারতে সাহায্য চাইলে ভারত সরাসরি তা নাকচ করে দেয়। বন্ধুত্বের রোল মডেলই বটে!
.
তারা কি আদৌ বাংলাদেশের সাধারণ মানুষের জন্য বন্ধু হিসেবে আবির্ভূত হয়েছে নাকি একটি সুনির্দিষ্ট রাজনৈতিক দলের দেউলিয়াপনার সুযোগ নিচ্ছে। বাংলাদেশের নতজানু পররাষ্ট্রনীতি আর ভারতে প্রভুসলভ আচরন নিয়েই আমাদের আজকের আলোচনা।
|| ভারত- বাংলাদেশেঃ বন্ধুত্বের আড়ালে শত্রুতা ||
ইঞ্জিনিয়ার ইমতিয়াজ উদ্দিন
.
.
.
.
https://justpaste.it/3lpyq
ডাউনলোড
.
মাত্র ৩ মেগাবাইট
https://archive.org/download/fs_06/b…friendship.pdf
http://www.mediafire.com/file/g0kd1t…friendship.pdf