অডিও ও ভিডিওফি-ল-হা-লবাংলা প্রকাশনামিডিয়া

গুজরাটের কসাই এবং আরএসএস

গুজরাটের কসাই এবং আরএসএস

 

ভারতের বর্তমান অবস্থা নিয়ে আমরা কতোটুকু জানি? ভাসা ভাসা কিছু ধারণা বোধহয় সবার আছে। বিজেপি ক্ষমতায়। গরুর গোশত নিয়ে নানা কাহিনী চলছে। নানা অজুহাতে রাস্তাঘাটে পিটিয়ে মেরে ফেলা হচ্ছে। একজন হিন্দু মেয়ে ইসলাম ধর্ম গ্রহণ করায় “লাভ জিহাদের” নামে তাকে আদালতে নিয়ে যাওয়া হয়েছে। পদ্মাবতী সিনেমা নিয়ে দীপিকাকে মেরে ফেলার হুমকি দেয়া হয়েছে। ছেড়া, বিক্ষিপ্ত কিছু চিন্তা এলেমেলোভাবে আমাদের মাথায় আছে। ভারত কোন গন্তব্যের দিকে এগোচ্ছে সেটা নিয়ে আমাদের কোন পরিষ্কার ধারণা নেই। বাইরের আবরণের নিচে চলতে থাকা মেশিনারি কোন লক্ষ্য-উদ্দেশ্য নিয়ে কাজ এগিয়ে নিয়ে যাচ্ছে – আমরা জানি না।

. ভারতে আজ এমন এক আগামীর লক্ষ্যে কাজ করা হচ্ছে, সফল হলে যা প্রভাবিত করবে পুরো ভারতবর্ষকে। এ প্রভাবটা আমাদের জন্য ইতিবাচক কিছু হবে না বললে কমই বলা হয়। এ আগামীকে বুঝতে হলে, বুঝতে হবে ভারতের বর্তমানকে। আর ভারতের ১৪তম প্রধানমন্ত্রী মোদি আর তার অতীতকে না চিনতে পারলে, বর্তমানকে বোঝা সম্ভব না। হিন্দুত্ববাদের আদর্শধারীদের আদরের “নমো”, বিশ্বের কাছে পরিচিত নরেন্দ্র মোদি নামে, আর ভারতের মুসলিমরা তাকে চেনে গুজরাটের কসাই হিসাবে। মোদি, তার অতীত ও তার আদর্শ যা আজকের ভারতকে নিয়ন্ত্রণ করছে আর আগামীর ভারতের প্রেক্ষাপট তৈরি করছে – এই নিয়ে অনুসন্ধিৎসু –র নতুন ভিডিও গুজরাটের কসাই এবং আরএসএস।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × 1 =

Back to top button