আমিনকে বলতে দাওপ্রবন্ধ-নিবন্ধ

তুরস্ক ও এরদোগানঃ মুখোশের অন্তরালে……

গণতন্রের নামে ইসলামের ক্যানভাসিং এ ব্যস্ত আজীবন ব্যর্থতায় নিমজ্জিত বিভিন্ন ইসলামী দল সফলতার সপ্ন দেখায় এরদোগানের দিকে আঙ্গুল তাক করে কিন্তু বাস্তবতা হচ্ছে এরদোগান সেকুলার আইন দ্বারা শাসিত একটি রাষ্ট্রের রাস্ট্রপতি।

পৃথিবীর বিভিন্ন ইসলামের নাম বেচে ভোট কেনা দলের মতই এরদোগানের একে পার্টি তেমনই একটি দল। তাদের কাজেকর্মে ইসলামের কিছু নেই।

২০০৫ এ রিসেপ এরদোগান পরিস্কার ভাষায় বলেছে, “আমরা কোনো ইসলামী দল নই। এবং আমরা মুসলিম-গণতান্ত্রিক শব্দটিকেও অস্বীকার করি। বরং রক্ষণশীল গণতন্ত্রের ধারক হিসেবে পরিচয় দিয়ে থাকি।”

এছাড়াও,
১) যায়োনিস্ট ফোর্স ন্যাটোর সদস্য তুর্কি ৩৪০ মিলিয়ন ডলার ইতিমধ্যে ব্যয় করেছে মানবতার বিরুদ্ধে যুদ্ধেরত এই বাহিনীর উন্নয়নে।।
এছাড়াও ৫দশমিক ২বিলিয়ন ডলার তারা ন্যাটোর সদস্য হিসেবে পেয়েছে হত্যাযজ্ঞে নিয়মিত অংশগ্রহণের হাদিয়াস্বরূপ।

২) ইরাক, আফগানিস্তান, লিবিয়া এবং সিরিয়াতে ন্যাটোর সাথে সমন্বিত অপারেশনে তুর্কি লক্ষাধিক মুসলিম হত্যায় জড়িত।
তুর্কি কোরিয়ান যুদ্ধ থেকে আরম্ভ করে প্রতিটি যুদ্ধে ন্যাটোর মিত্র হিসেবে কাজ করে আসছে।

৩) তুরস্কে অবস্থিত ইনসারলিক এয়ার বেস থেকে প্রতিদিন উড়ে যাচ্ছে আমেরিকান বিমান সিরিয়ার মুসলিমদের হত্যা করতে। এখন পর্যন্ত নিহত বেসামরিক মুসলিম নারী-শিশু-পুরুষের সংখ্যা ৪০০০।

৪) ইজরায়েলের হাইফায় আগুন লাগার পর তুরস্ক নিজ উদ্যোগে আগুন নেভাতে জেট ফাইটার পাঠায়।

৫) সর্বশেষ গতকাল, চীনের সাথে সম্পর্ক উন্নয়নের জন্য নির্যাতিত উইঘুর মুসলিমদের মিডিয়া নিষিদ্ধ করার জন্য পদক্ষেপ নিতে যাচ্ছে মডারেট-জামাতপন্থী ও সূফি-আশ’আরি ঘরানার মুরজিয়া উলামাদের খলিফা রিসেপ এরদোগান…

তাহলে তুরস্কের নির্বাচনের আগে আগে বার্মায় ত্রাণ পাঠিয়ে ইসলামপন্থীদের ভোট বাগানোতে ব্যস্ত এরদোগানকে আমরা কীভাবে দেখব?

فَاسْتَخَفَّ قَوْمَهُ فَأَطَاعُوهُ إِنَّهُمْ كَانُوا قَوْمًا فَاسِقِينَ
অতঃপর সে তার সম্প্রদায়কে বোকা বানিয়ে দিল, ফলে তারা তার কথা মেনে নিল। নিশ্চয় তারা ছিল পাপাচারী সম্প্রদায়। [ সুরা যূখরুফ ৪৩:৫৪ ]

وَمِنَ النَّاسِ مَن يَقُولُ آمَنَّا بِاللّهِ وَبِالْيَوْمِ الآخِرِ وَمَا هُم بِمُؤْمِنِينَ يُخَادِعُونَ اللّهَ وَالَّذِينَ آمَنُوا وَمَا يَخْدَعُونَ إِلاَّ أَنفُسَهُم وَمَا يَشْعُرُونَ
আর মানুষের মধ্যে কিছু লোক এমন রয়েছে যারা বলে, আমরা আল্লাহ ও পরকালের প্রতি ঈমান এনেছি অথচ আদৌ তারা ঈমানদার নয়। [ সুরা বাকারা ২:৮ ] তারা আল্লাহ এবং ঈমানদারগণকে ধোঁকা দেয়। অথচ এতে তারা নিজেদেরকে ছাড়া অন্য কাউকে ধোঁকা দেয় না অথচ তারা তা অনুভব করতে পারে না। [ সুরা বাকারা ২:৯ ]

وَإِذَا لَقُواْ الَّذِينَ آمَنُواْ قَالُواْ آمَنَّا وَإِذَا خَلَوْاْ إِلَى شَيَاطِينِهِمْ قَالُواْ إِنَّا مَعَكْمْ إِنَّمَا نَحْنُ مُسْتَهْزِئُونَ
আর তারা যখন ঈমানদারদের সাথে মিশে, তখন বলে, আমরা ঈমান এনেছি। আবার যখন তাদের শয়তানদের সাথে একান্তে সাক্ষাৎ করে, তখন বলে, আমরা তোমাদের সাথে রয়েছি। আমরা তো (মুসলমানদের সাথে) উপহাস করি মাত্র। [ সুরা বাকারা ২:১৪ ]

চক্ষুস্মানের জন্য অল্প কথাই যথেষ্ট।
.
আল্লাহ তা’আলা তাওফিক দান করুন।

Related Articles

One Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 + nine =

Back to top button