আরব বিশ্বনির্বাচিতসংবাদ

সিরিয়া যুদ্ধে ৮৬০০০ মানুষকে হত্যার দায় স্বীকার রাশিয়ার!

এএফপি বার্তাসংস্থার বরাত দিয়ে ইয়াহু নিউজ নামে একটি ওয়েবসাইট জানিয়েছে, রাশিয়া বলেছে- সিরিয়াতে তাদের ৬৩০০০-এর অধিক সেনা যুদ্ধ করছে। যাদের মধ্যে, ৫,৭৩৮ উচ্চপদস্থ অফিসার, ৪৩৪জন জেনারেল, ৪,৩৪৯জন গোলা/রকেট স্পেশিয়ালিস্ট। তারা আরো জানিয়েছে যে, সিরিয়ার মাটিতে এ পর্যন্ত ৩৯০০০ হামলা করে ৮৬০০০ তাদের দাবি অনুযায়ী ‘জঙ্গী’ কে(বিশ্ববাসী দেখেছে তাদের হামলায় কারা নিহত হয়েছে) হত্যা করেছে। আর, তাদের দাবি অনুযায়ী ১২১,৪৬৬টি ‘সন্ত্রাসীদের ঘাঁটি’ ধ্বংস করেছে, কিন্তু বাস্তবতা বিশ্ববাসীর কাছে সুস্পষ্ট। তারা কোথায় হামলা করে কাদেরকে হত্যা করেছে তা সবাই প্রত্যক্ষ করেছে। আর, দাবিকেও আমরা মিথ্যা বলছি না, কেননা তাদের দাবি অনুযায়ী এক আল্লাহর ইবাদতকারী সকল মুসলিমই সন্ত্রাসী, জঙ্গী। যেখানেই, এ ধরণের মুসলিমদেরকে পাওয়া যাবে, সেটাকে জঙ্গী আস্তানা ঠাওরিয়ে ‍বিমান হামলা চালানো শুরু করবে, গণহত্যা চালাবে। ঐ রিপোর্টটিতে তারা আরো দাবি করেছে যে, সিরিয়ার ভূমিতে তারা নতুন ২৩১ ধরণের অস্ত্রের পরীক্ষা চালিয়েছে!

ইয়াহু নিউজ আরো জানিয়েছে, ২০১১ সাল থেকে শুরু হওয়া সিরিয়া যুদ্ধে ৩৫০,০০০-এর অধিক মানুষ নিহত হয়েছে এবং বাস্তুচ্যুত হয়েছে আরো কয়েক মিলিয়ন মানুষ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

18 − 16 =

Back to top button