Templates by BIGtheme NET
BREAKING NEWS
Home / সংবাদ / আরব বিশ্ব / প্রতিশোধ নাও দৌমায় অবস্থানরতদের পক্ষে —-শায়েখ ড. আব্দুল্লাহ আল-মুহাইসিনী

প্রতিশোধ নাও দৌমায় অবস্থানরতদের পক্ষে —-শায়েখ ড. আব্দুল্লাহ আল-মুহাইসিনী

ওহে মুসলিমীন!
ওহে মুজাহিদীন!

রাফেজী এবং নুসাইরীদের শহরগুলোর প্রতিটা স্থানে বোমা বর্ষণ কর এবং প্রতিশোধ নাও, কেননা তোমরাই তো দৌমাতে অবস্থানকারী আমাদের লোকদের আশা।
# হে আমার শামের লোকদের মধ্য থেকে শরণার্থী ভাইয়েরা, দূতাবাসগুলোর সামনে এখনই রওয়ানা হও আর না হয় সকালে এবং একত্রিত হয়ে আসো।

# হে তুর্কির মহান লোকেরা, তোমাদের উম্মাহর এমন অবস্থায় তোমাদের অবস্থান দেখাও এবং দৌমাকে সাহায্য করতে প্রকম্পিত হও।
# হে মিডিয়া: দৌমা ছাড়া অন্য কিছু সম্পর্কে নিউজ রিপোর্ট করা, বিশ্বাসঘাতকতা!
# হে মুসলিম উম্মাহ: দৌমাকে বর্জন করো না, এমনটা করলে আল্লাহ তোমাদেরকে শাস্তি দিবেন!

— শায়েখ ড.  আব্দুল্লাহ আল-মুহাইসিনী

About abu sulaiman