Templates by BIGtheme NET
BREAKING NEWS
Home / সংবাদ / খোরাসান / আফগানিস্তানের উরুজগানে গোলাগুলিতে নিহত ১২ পুতুলসেনা

আফগানিস্তানের উরুজগানে গোলাগুলিতে নিহত ১২ পুতুলসেনা

আফগানিস্তানের উরুজগান প্রদেশের ছুড়া জেলার সারিই এলাকায় গতরাতে শত্রুদের একটি বাহিনীর উপর ইসলামী ইমারতের যোদ্ধারা স্নাইপার হামলা করেছেন। ঘটনাস্থলে কিছু সময় পর শত্রুদের সাহায্যকারী বাহিনী পৌঁছালে তীব্র যুদ্ধের সূচনা হয় এবং ১২ পুতুলসেনার জীবনাবসান ঘটে। ঐ অপারেশনে একজন মুজাহিদও শাহাদাতবরণ করেছেন।

About abu sulaiman